E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘কৃষি পণ্যের বিপনন ব্যবস্থার উন্নয়ন সাধন সরকারের আরেকটি সাফল্য’

২০১৮ নভেম্বর ০১ ১৬:৪৪:৫৮
‘কৃষি পণ্যের বিপনন ব্যবস্থার উন্নয়ন সাধন সরকারের আরেকটি সাফল্য’

নওগাঁ প্রতিনিধি : বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি বলেছেন, কৃষি এদেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ খাত। বর্তমানে জিডিপির প্রায় এক পঞ্চামাংশ অর্জিত হয় কৃষিখাত থেকে। কৃষি এদেশের জনমানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা প্রদানের প্রধানতম এবং অন্যতম উৎস। দেশে বিপুল জনসংখ্যার এখনও কর্মসংস্থান হয়ে থাকে কৃষিখাতকে অবলম্বন করেই। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য সরবরাহ নিশ্চিতকরণ, জীবনযাত্রার মানোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করতে অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার। কৃষি ক্ষেত্রের বিভিন্নখাতে অভূতপূর্ব যে সাফল্য অর্জিত হয়েছে তা বর্তমান সরকারের কৃষি ভাবনার এক বাস্তব প্রতিফলন।

মন্ত্রী বলেন, কৃষিপণ্যের বিপনন ব্যবস্থার উন্নয়নসাধন বর্তমান সরকারের আরেকটি সাফল্য। এ সরকারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল কৃষি ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। এর মাধ্যমে কৃষক ফসল উৎপাদনের বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে পারছেন। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আসন্ন সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও সরকার গঠনের সুযোগ দিতে সকলের প্রতি আহবান জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে মান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে রবি ও খরিপ মৌসুমে ৩ হাজার ২৩৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ উপলক্ষে ইউএনও খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।

মন্ত্রী একই অনুষ্ঠানে জাতীয় যুব দিবসে ‘পরিবার ভিত্তিক কর্মসূচির আওতায় ৭৯ সদস্যের মাঝে ১০ লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শহীদ কামারুজ্জামান টেক্সটাইল ইন্সটিটিউট, ফায়ার সার্ভিস স্টেশন ও পলাশবাড়ী খাল খনন কাজের উদ্বোধন করায় স্থানীয়ভাবে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় মন্ত্রী অংশ নেন ।

(বিএম/এসপি/নভেম্বর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test