E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় জাতীয় যুব দিবসে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

২০১৮ নভেম্বর ০১ ১৮:১৫:৫৫
কেন্দুয়ায় জাতীয় যুব দিবসে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় বৃহস্পতিবার ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। ৫০ জন শিক্ষার্থী ৪টি ব্যাচে এ কম্পিউটার প্রশিক্ষনে অংশ নেবে। 

‘জেগেছে যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে জাতীয় যুবদিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন ভূঞা দুলাল।

উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা ও দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আতাহার আলী। পরে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত যুবদের মাঝে সনদ পত্র বিতরন করা হয়।

(এসবি/এসপি/নভেম্বর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test