E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ হাসিনা ও মুক্তিযোদ্ধা মানিকের জন্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা

২০১৮ নভেম্বর ০১ ১৯:০৯:১৭
শেখ হাসিনা ও মুক্তিযোদ্ধা মানিকের জন্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য সব প্রার্থীদের মধ্য থেকে আর কদিন পরেই চূড়ান্ত হবে নেত্রকোনা-৩ আসনে কে হবেন নৌকার মাঝি। শিক্ষক, মুক্তিযোদ্ধা, কৃষক, শ্রমিক, কামার, কুমার, ইমাম, পুরহিত, সাংবাদিক, আইনজীবী সহ সব শ্রেণি পেশার মানুষের পছন্দের ব্যক্তির হাতেই স্বাধীনতার প্রতীক নৌকা তুলে দেবেন স্বাধীন বাংলাদেশের মানুসের কল্যাণের জন্য জীবন উৎসর্গকারী নেতা বিশ্ব মানবতার জননী হিসেবে পদকে ভূষিত বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকার সব ধর্মের তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করছেন আগামী নির্বাচনের মাধ্যমে নৌকার বিজয়ে শেখ হাসিনা যাতে আবারো প্রধানমন্ত্রীর আসনে অধিষ্টিত হয়ে দেশের মানুষের কল্যান করতে পারেন। সেই সঙ্গে বিশেষ প্রার্থনা করছেন আগামী একাদশ নির্বাচনে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী ঢাকা বারের সাবেক সভাপতি বৃহত্তর ময়মনসিংহ আইনজীবী কল্যান সমিতির সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো: সাইদুর রহমানের হাতে নৌকা প্রতীক তুলে দেয়ার জন্য।

নেতাকর্মীরা দাবি করে বলছেন, পরম করুনাময় স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ। এই মানুষ হয়ে যে মানুষ অন্য এক মানুষকে ভালবেসে কাছে টেনে নেন, প্রেম ও ভালবাসার বন্ধনে আবদ্ধ করে মানুষে মানুষে কোন বিভেদ সৃষ্টি করেন না, যে মানুষ অন্য এক মানুষের পরম বন্ধু এবং যে নেতা বঙ্গবন্ধু জীবনদর্শন হৃদয়ে ধারন করে দেশ মাটি মানুষের নেতা হিসেবে, মানুষের সেবক হিসেবে তৃণমূলের হাজার হাজার মানুষের কাছে নিজেকে মেলে ধরতে পেরেছেন সেই করম একজন সর্বজন গ্রহণযোগ্য মানুষের হাতেই নৌকা তুলে দেবার জন্য সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে খন্ড খন্ড ভাবে। এরকম একজন ভাল মানুষ নেতৃত্বে আসার জন্য আধ্যাত্বিক জনেরাও স্রষ্টার কাছে বিশেষ প্রার্থনা করছেন এবং বলছেন ভাল মানুষের হাতেই শেখ হাসিনা তুলে দেবেন নৌকা।

নেত্রকোনা-৩ আসনে আওয়ামীলীগ দলীয় পদ পদবীদারী নেতাকর্মীদের বাইরেও তৃণমূলের হাজার হাজার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও ধর্মীয় নেতা সাইদুর রহমান মানিকের পক্ষেই মতামত তুলে ধরে বলছেন, তিনিই এ অঞ্চলের মানুষের মুখের ভাষা, চোখের ভাষা এবং প্রাণের দাবী কী তা সহজেই বুঝতে সক্ষম হয়েছেন। নির্বাচনী মাঠে সাম্ভাব্য সব প্রার্থীরাই নানা ভাবে নিজেকে উপস্থাপন করতে নানা কৌশলে এতদিন সক্রিয় ছিলেন মাঠে। কারো চাইতে প্রচার কৌশলে কেউই পিছিয়ে নেই। যোগ্যতার মাপকাটিতেও একজন অন্যজনের চেয়ে সবসময়ই নিজেকে যোগ্য জনপ্রিয় বলে দাবী করে আসছেন। কিন্তু এ সব দাবি পেছন ফেলে এক বছরেই বীর মুক্তিযোদ্ধা মো: সাইদুর রহমান মানিক সকল মহলের একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন।

বলাইশিমুলের কৃষক সাইবুদ্দিন, জেলে একদিল মিয়া, অটো শ্রমিক ধনাই মিয়া ও মুচি পরিবারের কামাক্ষা রাণী রবিদাস বলেন, মানিক সাইব আমরার সাথে হাতে হাত মিলাইয়া যে রহম ভালা আচরন করছেন তার ব্যবহারে আমরা খুউবই সন্তুষ্ট। শেখ হাসিনার কাছে আমরার প্রাণের দাবী তিনি যেন আমাদের হগলের পছন্দের মানুষ মানিক সাইবকে আগামী নির্বাচনে নৌকা মার্কা দেন।

কুমুড়উড়া গ্রামের শ্রী সজল চক্রবর্তী ও আশুজিয়া মিয়ারগাতী জামে মসজিদের ইমাম মওলানা মো: সোহেল মিয়া বলেন, সাইদুর রহমান মানিক সাইব একজন ভালো মানুষ। তিনি মুখে হাসি ছাড়া কথা বলেন না। মিথ্যা প্রতিশ্রুতি দেননা। ইতিমধ্যে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদ, মন্দির, মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ দলীয় অফিস সহ বিভিন্ন অসুস্থ ও অসচ্চল মানুষকে সহযোগিতার কথা দিয়ে সঙ্গে সঙ্গে তার সাধ্যমত পরিশোধ করেছেন। সকল শ্রেণিপেশার মানুষের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে যাচাইয়ের মাপকাঠিতে উপস্থাপন করতে পেরেছেন।

এদিকে আটপাড়া উপজেলার সরমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর মুহাম্মদ, বানিয়াজান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আটপাড়া সদর কালী মন্দির কমিটির সভাপতি উজ্জল দত্ত এবং কেন্দুয়া উপজেলার বলাইশিমুল পূঁজা কমিটির সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা উজ্জল সরকার বলেন, তৃণমূলের হাজার হাজার মানুষের পছন্দের প্রার্থী হিসেবে মো: সাইদুর রহমান মানিকের নামটি সকলের মুখে মুখে ফিরছে। তিনি শেখ হাসিনার জন্য নৌকায় ভোট চাইতে মাঠে নেমেছেন এক বছরের কিছু সময় বেশি হয়েছে। কিন্তু এই এক বছরেই তিনি দশ বছরের কাজ করতে পেরেছেন। নির্বাচনী এলাকায় সাধারন মানুষের মুখে একটা রব উঠেছে সাইদুর রহমান মানিক একজন ভালো মানুষ তিনি নৌকার মনোনয়ন পেলে দলের নেতাকর্মীদের মধ্যে কোন গ্রুপিং থাকবে না। সব নেতাকর্মী ও সমর্থকরা এক হয়ে শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে সাইদুর রহমান মানিককে হাসতে হাসতে বিজয়ী করবে।

বলাইশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক (প্রস্তাবিত) আতিকুর রহমান তালুকদার চুন্নু ও তেলিগাতী ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো: মঞ্জু মিয়া বলেন, নির্বাচনী এলাকার তৃণমূলের সব ধর্মের নেতাকর্মীরা আগামী দিনে আবারো শেখ হাসিনা যাতে প্রধানমন্ত্রীর আসনে বসতে পারেন সেই জন্য আল্লাহর দরবারে দুহাত তুলে যেভাবে বিশেষ প্রার্থনা করছেন একই ভাবে প্রার্থনা করছেন যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মো: সাইদুর রহমান মানিকের হাতে একাদশ নির্বাচনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা তুলে দেন। তারা আশা করেন, মানিক নৌকা পেলেই দলে কোন বিভেদ থাকবে না সকলে মিলে হবে ঐক্যের মেলবন্ধন এবং নৌকার বিজয় হবে সুনিশ্চিত।

(এসবি/এসপি/নভেম্বর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test