E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

২০১৮ নভেম্বর ০২ ১৬:৫২:১১
গোবিন্দগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য অবদান  মুক্তিযোদ্ধাদের স্বপ্নের ঠিকানা ‘উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’ ভবন উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ এ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন। 

গোবিন্দগঞ্জের গোলাপবাগ হাটের ৮ শতক জমির উপর প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বহুতল ভবনে আধুনিক সুযোগ সুবিধা রয়েছে । ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় ৬টি করে ১২টি শপিং সেন্টার সহ ৩য় তলায় প্রশস্ত সেমিনার কক্ষ, মুক্তিযোদ্ধা মিউজিয়াম, কমন্ডার ও ডেপুটি কমান্ডারের অফিস কক্ষ রয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ জানান-আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি।

স্বাধীনতার পরবর্তী বিভিন্ন সময়ে আমরা মুক্তিযোদ্ধাগণ অবহেলিত ছিলাম। আমাদের বসার জায়গা বা অফিস ছিলনা। অন্যের জমিতে জরাজীর্র্ন ও ঝুকিপূর্ন ভবনে আমাদের কর্মকান্ড চালিয়ে আসতে হয়েছে। আমাদের দীর্ঘদিনের দাবী ও স্বপ্ন ছিল একটি স্থায়ী নিজস্ব ভবনের। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এ ভবন নির্মাণের মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরন করেছেন।

উদ্বোধন উপলক্ষে নব নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে এক মুক্তিযোদ্ধা ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি গৌতম চন্দ্র মোদক, পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আজাদ. গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সাংবাদিক আতিক বাবু সহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ ছাবের আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বানু রুপা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, অর্থ বিষয়ক সম্পাদক আতিক মন্ডল, তালুকানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক প্রমুখ।

(এসআরডি/এসপি/নভেম্বর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test