E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় দুটি কেন্দ্রে পরীক্ষার্থী ৫!

২০১৮ নভেম্বর ০৩ ১৫:৫৩:৫৩
কলাপাড়ায় দুটি কেন্দ্রে পরীক্ষার্থী ৫!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : জেএসসি পরীক্ষার দুইটি কেন্দ্রে পরীক্ষার্থী ৬ জন। উপস্থিত ৫ জন। তাদের জন্য কেন্দ্রে দায়িত্ব পালন করছেন চার জন শিক্ষক ও কেন্দ্রের বাহিরে পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার পটুয়াখালীর কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।

জানা যায়, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৬৬৭ জন ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬১৯ পরীক্ষার্থী থাকলেও গত বছর বাংলা ২য় পত্র বিষয়ে অকৃতকার্য ৫ জন পরীক্ষার্থী শনিবার পরীক্ষায় অংশ নেয়। এই পাঁচ পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণে দুটি কেন্দ্রে চার জন শিক্ষক ও কেন্দ্রের বাহিরে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে কেন্দ্র সূত্র জানায়।

খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, তার কেন্দ্রে হাজী আবদুস সোবাহান সিকদার মডেল একাডেমির ২ জন পরীক্ষায় অংশ নিয়েছে।

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আব্দুর রহিম জানান, ৪ জন পরীক্ষার্থী থাকলেও পরীক্ষায় অংশ নিয়েছে তিনজন। একজন অনুপস্থিত রয়েছে।

েএমকেআর/এসপি/নভেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test