E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মদনে বরফ মিলের শ্রমিক খুন

২০১৮ নভেম্বর ০৩ ১৫:৫৬:১২
মদনে বরফ মিলের শ্রমিক খুন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনের পল্লীতে বরফ মিলের এক শ্রমিক খুন হয়েছে বলে খবর পাওয়া গেছে। গভীর রাতে তার মাথায় অসংখ্য আঘাত করে বরফ মিলে থাকার ঘরে চৌকিতে লাশটি শুয়ে রাখা হয়। ভোরে উক্ত মিলের অপর শ্রমিক মোশারফ মিলের ভিতর প্রবেশ করলে এ হত্যার খবর উদঘাটন হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বাজারে সোয়েব মিয়ার বরফ মিলের ভিতরে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, গোবিন্দশ্রী (বারগরিয়া) গ্রামের মৃত শেখ কাশেম ফকিরের ছেলে শেখ রাব্বি মিয়া (১৭) প্রতিদিনের ন্যায় শুক্রবার বরফ মিলের কাজে নিয়োজিত ছিল। ভোরে মিলের অপর শ্রমিক মোশারফ মিলের ভিতর প্রবেশ করে চৌকির ওপর রাব্বির রক্ত মাখা মৃত দেহ দেখতে পায়। সে তাৎক্ষনিক ঘটনাটি ইউপি চেয়ারম্যানসহ মৃতের পরিবারকে খবর দেয়। এ খবর ছড়িয়ে পড়লে পুলিশ ও ইউপি চেয়ারম্যান ঘটনা স্থলে উপস্থিত হয়।

এ সময় চৌকির নিচে রাখা রক্ত মাখা একটি কোদাল, মেয়েদের ব্যবহারের একটি বোরকা ও মৃতের ব্যবহৃত মোবাইল ফোনটি পায়। তার মাথায় অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে ধারণা করা হচ্ছে কোদাল দিয়ে কূপিয়ে তাকে হত্যা করা হয়েছে। কি কারনে এ হত্যা কান্ড ঘটেছে তা কেউ বলতে পারছে না। তার সহকর্মী বরফ মিলের অপর শ্রমিক মোশারফকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানা নিয়ে আসে।

শ্রমিক মোশারফ জানান, শুক্রবার রাত ১০ টার সময় রাব্বিকে মিলে রেখে বাড়িতে চলে যাই। ভোরে এসে তার রক্তাক্ত মৃত দেহ দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যানসহ বাড়ির লোকজনকে খবর দেই। কেন এই ঘটনা ঘটেছে তা আমার জানা নেই। তবে ঘটনাটি রহস্য জনক।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ছদ্দু মিয়া জানান, মিলের শ্রমিক মোশারফ আমাকে এ ঘটনা জানালে আমি তাৎক্ষনিক সেখানে যাই এবং পুলিশকে খবর দেই। হত্যা কান্ডের শিকার রাব্বির ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যাওয়ায় এ হত্যা কান্ডের রহস্য সহজেই উৎঘাটন হবে বলে আমার ধারণা।

হত্যাকান্ডের শিকার রাব্বি মিয়ার মা নাজমা আক্তার জানান, ভোরে শ্রমিক মোশারফ খবর দিলে জানতে পারি আমার ছেলে খুন হয়েছে। জানা মতে আমার ছেলের কোন শক্র ছিল না। আমি এর সুবিচার চাই।

অতিরিক্ত পুলিশ সুপার মদন ও খালিয়াজুরী সার্কেল মোঃ জামাল উদ্দিন জানান, হত্যাকান্ডের খবর পেয়ে ওসিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ভোরে ঘটনা স্থলে যাই। লাশের সুরত হাল রির্পোট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠাই। ঘটনাটি রহস্য জনক। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্তাধীন আছে।

বরফ মিলের মালিক ঢাকায় অবস্থান করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

(এএমএ/এসপি/নভেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test