E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধুপুরে রাবার শ্রমিকদের টানা ধর্মঘটে কারখানা অচল

২০১৮ নভেম্বর ০৩ ১৬:০৮:১৫
মধুপুরে রাবার শ্রমিকদের টানা ধর্মঘটে কারখানা অচল

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুর জোনের ৫ রাবার বাগানের পিচমিল টেপিং শ্রমিকদের চার দফা দাবিতে টানা ২২ দিনের ধর্মঘটে অচল অবস্থা বিরাজ করছে রাবার কারখানায়। এ ধর্মঘটের কারণে মধুপুর জোনের ৫টি রাবার বাগানে রাবারের কষ আহরণ বন্ধ থাকায় কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বুধবার মধুপুর পীরগাছা রাবার শ্রমিক ইউনিয়নের ক্যাম্পাসে সমবেত হয়ে শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। দীর্ঘদিন যাবৎ এসব শ্রমিকরা তাদের দাবি নিয়ে আন্দোলন করলেও উর্ধ্বতন কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহন করছে না।

জানা যায়, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বশিউক) এর আওতাধীন মধুপুর-শেরপুর জোনের পীরগাছা, চাঁদপুর, কমলাপুর, সন্তোষপুর ও কর্নজোড়া এ ৫টি রাবার বাগানের পিচমিল টেপিং শ্রমিকরা গত ১৩ অক্টোবর থেকে টেপিং বন্ধ রেখে ধর্মঘট অব্যাহত রেখেছে। টেপিং কাজে এবং কষ প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরত শ্রমিকদের স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগ, অস্থায়ী ভাবে পিচমিল নিয়ম বাতিল করে মাসিক মাষ্টার রোল ভিত্তিক নিয়মিত শ্রমিকের সমপরিমাণ মজুরী প্রদান, কারখানায় শ্রমিকদের মাষ্টার রোলে মাসিক ১৫ হাজার টাকা মজুরী প্রদান ও বাগানের যাতায়াতের রাস্তা মেরামতপূর্বক ইট বিছানোসহ চার দফা দাবিতে ৫টি রাবার বাগানের প্রায় ১৬‘শ শ্রমিক টানা ২২ দিন ধরে ধর্মঘট অব্যাহত রেখেছে।

ওই দিন (১৩ অক্টোবর) সকাল থেকে পিচমিল টেপিং শ্রমিকরা পীরগাছা রাবার বাগানের শ্রমিক ইউনিয়নের ক্যাম্পাসে সমবেত হয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে। মানববন্ধন ও সমাবেশে চার দফা দাবির সপক্ষে বক্তব্য রাখেন পীরগাছা পিচমিল টেপিং শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম শানু, সহ-সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আ. আলীম, শ্রমিক আলমাছ উদ্দিন, আনোয়ার হোসেন, আক্তার হোসেন মুন্সি, নারী শ্রমিক হনুফা বেগম, হামিদা বেগম, লায়লা বেগম, হাসনা,দিলরুবা, কোহিনুর, নীলিমা সাংমা প্রমূখ। বক্তারা তাদের চার দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধর্মঘট কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানায়।

এ বিষয়ে মধুপুর রাবার জোনের জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) ওয়ালিউর রহমান জানান, শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নেয়ার এখতিয়ার আমার নেই। তবে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করেছি।

(আরকেপি/এসপি/নভেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test