E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রী যার যার ধর্ম শান্তির সাথে পালন নিশ্চিত করেছেন : ভূমিমন্ত্রী

২০১৮ নভেম্বর ০৩ ১৬:৪৫:২৬
প্রধানমন্ত্রী যার যার ধর্ম শান্তির সাথে পালন নিশ্চিত করেছেন : ভূমিমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি. বলেছেন, জননেত্রী শেখ হাসিনা যার যার ধর্ম শান্তির সাথে পালনের পরিবেশ নিশ্চিত করেছেন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়। কোন ধর্মই কখনও উগ্রতা বা অশান্তিকে প্রশ্রয় দেয় না। 

ঈশ্বরদী ঠাকুরবাড়ি সত্য নারায়ন বিগ্রহ মন্দিরে শুক্রবার রাতে আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত হিন্দু ধর্মাবলম্বিদের সমাবেশ ও সনাতন ধর্মসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দান কালে মন্ত্রী শরীফ একথা বলেছেন।

দিলিপ কুমার সরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় মন্ত্রী শরীফ আরো বলেন, মানবতার মা শেখ হাসিনা ধর্মীয় অনুশাসন মেনে রাষ্ট্র পরিচালনার কারণে আজ বাংলাদেশ বিশ্ব দরবারে অন্যতম ধর্মনিরেপক্ষ রাষ্ট্র হিসেবে প্রশংসিত হয়েছে।

তিনি বলেন, বাংগালি জাতীয়তাবাদের মূল মন্ত্রই হলো ধর্মনিরেপক্ষতা। আওয়ামী লীগ সরকারের ধর্মনিরেপক্ষ রাষ্ট্র পরিচালনার কারণে শান্তিপূর্ণভাবে এখানে হাজার হাজার সনাতন ধর্মবলম্বি নারী-পুরুষের সমাগম মিলনমেলায় পরিণত হয়েছে।

এসময় বিশেষ অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরুণ চন্দ্র মালাকার, ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র ব্রক্ষ্মচারী শিক্ষাবিদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তি।

বিকেল সাড়ে তিনটা হতে শুরু হয় পদাবলী কির্তন। সন্ধ্যায় আরতির পর আলোচনা অনুষ্ঠান ও সনাতন ধর্মসভা। ধর্মসভা শেষে গভীর রাত অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এলাকার হাজার হাজার হিন্দু নারী ও পুরুষ বিপুল উৎসাহ ও উদ্দিপনার সাথে ইসকন পরিবেশিত অনুষ্ঠান উপভোগ করে।

(এসকেকে/এসপি/নভেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test