E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আলমডাঙ্গায় ২৫ মেধাবী শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ

২০১৮ নভেম্বর ০৩ ১৬:৫২:১৭
আলমডাঙ্গায় ২৫ মেধাবী শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : অসচ্ছল পরিবারের ২৫ মেধাবী শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়ন পরিষদের আয়োজনে এই সাইকেল বিতরণ করা হয়। 

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতি: জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার ফরহাদ হোসেন। এ সময় তিনি বলেন, আয়োজনটি অবশ্যই প্রশংসনীয়। এটি সরকারের উন্নয়নেরই একটি অংশ। তিনি শিক্ষা ক্ষেত্রে নারীদের প্রতি সরকারের বিভিন্ন সহযোগিতার চিত্র তুলে ধরেন। বলেন, নারীদেরকে সামনের সারিতে আনতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। আইলহাস ইউনিয়ন পরিষদের ব্যতিক্রমী আয়োজন সেই উন্নয়নেরই ধারাবহিকতা।

আইলহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষার্থীদের বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতি: পুলিশ সুপার মো: কলিমুল্লাহ, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু।

আইলহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেক জানান, লোকাল গভর্নমেন্ট সাপোটিং প্রজেক্টের (এলজিএসপি-৩) আওতায় এই ইউনিয়নের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এ বাই সাইকেল বিতরণ করা হলো। যারা সাইকেল পেয়েছে তারা সবাই অসচ্ছল পরিবারের। এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের উন্নয়ন কার্যক্রম, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধে করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(টিটি/এসপি/নভেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test