E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আগৈলঝাড়ায় জমির বিরোধে যুবদল নেতার উপর হামলার হুমকি 

২০১৮ নভেম্বর ০৩ ১৬:৫৪:১১
আগৈলঝাড়ায় জমির বিরোধে যুবদল নেতার উপর হামলার হুমকি 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় যুবদল নেতার উপর হামলা চালিয়ে তাকে জমি রেকর্ড নিতে বাধা দিয়ে হুমকি ধামকি দেয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের।

থানায় দায়ের করা সাধারন ডায়েরী ও ভুক্তভোগীর লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলা রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের মৃত. খাদেম ভূইয়ার ছেলে ও উপজেলা যুবদলের একাংশের সভাপতি দাবিদার আলী হোসেন ভূইয়া স্বপনের সাথে বেলুহার মৌজায় ২০শতক জায়গা নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে একই এলাকার জোনাবালী ভূইয়ার ছেলে নুর মোহাম্মদ ভূইয়ার সাথে।

উপজেলা সেটেলমেন্ট অফিস ৩০ধারায় আলী হোসেন ভূইয়া স্বপনের পক্ষে রায় দেয়। রায়ের বিপক্ষে নুর মোহাম্মদ ভূইয়া ৩১ ধারায় আপিল করলে গত ৩০ অক্টোবর ওই মামলায় সেটেলমেন্ট আদালতে হাজির হলে প্রতিপক্ষ নূর মোহম্মদ ভূইয়ার নেতৃত্বে তার অনুসারী একই গ্রামের নাঈম ভূইয়া, কালু মৃধা, নয়ন ভূইয়া অতর্কিতভাবে বিবাদী স্বপন ভূইয়ার উপর হামলা চালায়। এসময় স্বপনের সাথে আসা সেলিম মোল্লাকেও মারধর করে বিভিন্ন ধরনের হুমকি ধামকী দেয় তারা।

এ ঘটনায় স্বপন ভূইয়া বাদী হয়ে আগৈলঝাড়া থানায় উল্লেখিতদের বিরুদ্ধে ১সভেম্বর সাধারণ ডায়েরী করেছেন, নং-৩৫। উপজেলায় সেটেলমেন্ট অফিসে মামলা পরিচালনা সম্ভবন না হওয়ায় বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে মামলা বদলীর জন্য আবেদন করেছেন স্বপন ভূইয়া।

(টিবি/এসপি/নভেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test