E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইল-৬ আসনে আ.লীগ নেতা টিটুর মোটর সাইকেল শোভাযাত্রা ও জেল হত্যা দিবস পালন

২০১৮ নভেম্বর ০৩ ১৬:৫৯:২৬
টাঙ্গাইল-৬ আসনে আ.লীগ নেতা টিটুর মোটর সাইকেল শোভাযাত্রা ও জেল হত্যা দিবস পালন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটুর উদ্যোগে শনিবার (৩ নভেম্বর) সকালে জেল হত্যা দিবস পালন ও এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সরকারের উন্নয়ন সংবলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে প্রায় দুই হাজার মোটর গাড়ির শোভাযাত্রাটি নির্বাচনী এলাকার নাগরপুর উপজেলার ভাদ্রা থেকে শুরু হয়ে দেলদুয়ার উপজেলা ঘুরে নাগরপুরের গয়হাটায় শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া হাজার হাজার মানুষের শ্লোগানে দিনভর মুখরিত থাকে এই নির্বাচনী এলাকার আকাশ বাতাস।

এসময় শোভাযাত্রায় অংশ নেওয়া নাগরপুর ও দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এই আসনে আহসানুল ইসলাম টিটুকে নৌকার মনোনয়ন দেওয়ার দাবী তোলেন। সকাল থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নির্বাচনী এলাকার আটটি গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করে। এ সময় পথসভা গুলো সাধারন মানুষের স্রোতে জনসভায় পরিনত হয়। পথ সভাগুলোতে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পথসভায় আহসানুল ইসলাম টিটু সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, যদি আমি মনোনয়ন পাই তাহলে সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে উন্নয়নের মহাসড়কে নাগরপুর-দেলদুয়ারকে যুক্ত করবো। এছাড়া নির্বাচনী বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এ অঞ্চলকে শিল্প নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক বলেন, আজকের এই জন স্রোতই প্রমান করে দেয় নাগরপুর-দেলদুয়ারের জনগন আহসানুল ইসলাম টিটুকে কতটুকু ভালোবাসে। আমার বিশ্বাস যদি মাননীয় নেত্রী এই আসন থেকে টিটুকে মনোনয়ন দেন তবে নৌকার বিজয় সুনিশ্চিত।

শোভাযাত্রায় দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সহ সভাপতি এস প্রতাপ মুকুল, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. শামসুজ্জামান, ইলিয়াস মিয়া, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লীক, কামরুল ইসলাম সাচ্চু, বেলায়েত হোসেন, হাসিনুজ্জামান লিটন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুস সবুর, আব্দুল আলীম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর, ইউপি চেয়াম্যান মো. আনোয়ার হোসেন, মো. মোস্তাফিজুর রহমান আসকর, মো. শওকত হোসেন, শফিকুর রহমান শাকিল সহ দুই উপজেলার আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

(আরএসআর/এসপি/নভেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test