E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ড.কামাল-মান্না-রব বিএনপির ভাড়াটিয়া নেতা : মেনন

২০১৮ নভেম্বর ০৩ ১৭:৫৯:৫৭
ড.কামাল-মান্না-রব বিএনপির ভাড়াটিয়া নেতা : মেনন

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি ও বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সংলাপও চলবে নির্বাচন হবে । তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে। 

তিনি বিএনপিকে উদ্যোশে করে বলেন, যদি নির্বাচনে না আসেন তাহলে মানুষের মন থেকে উঠে গিয়ে দল হিসেবে বিলীন হয়ে যাবেন। তাই বলছি আসেন নির্বাচন করেন। আপনাদের লেভেল প্লেয়িং ফিল্ড চান তা দেওয়া হবে সভা সমাবেশ করতে দেওয়া হবে।

মেনন আরো বলেন, নাশকতার মাধ্যমে নির্বাচন বানচাল করার চিন্তা করবেন না। তিনি জাতীয় ঐক্য ফন্টের নেতা ড.কামাল মান্না রবকে বিএনপি’র ভাড়াটিয়া নেতা আখ্যায়িত করে বলেন, তারা নাকি গণভবনে গিয়ে কিছু খাবে না। কিন্তু গণভবনে গিয়ে ঠিকই মোরগ পোলাও খেয়ে আসলেন। জাতীয় ঐক্যর নেতারা গণভবনের খাওয়াকে অস্বীকার করতে পারলেন না।

শনিবার বিকালে ঠাকুরগায়ের রানীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ওয়ার্কাস পার্টির জনসভায় ঠাকুরগাও- ৩ আসনের এমপি ও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টির পলিট বুরো সদস্য মাহমুদুল হাসান মানিক কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম হাক্কানী দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন লাবু দিনাজপুর জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি আব্দুল হক সম্পাদক হবিবর রহমান ঠাকুরগাও জেলা ওয়ার্কাস পাটির্র সম্পাদক ফয়জুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা সদস্য কমরেড অধ্যক্ষ তাজুল ইসলাম উপজেলা সম্পাদক তৈমুর হোসেন জেলা সদস্য এ্যাডভোকেট ইমরান জেলা নারী মুক্তি সংসদের সভাপতি আফরোজা রিকুসহ কমরেড আলমগীর হোসেন প্রমুখ।

রাশেদ খান মেনন সারা দেশের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন,উন্নয়ন ঠাকুরগাও-৩ আসনেও হয়েছে কারণ এ আসনের এমপি ছিলো ওয়ার্কাস পার্টি তথা ১৪ দলীয় জোটের প্রার্থী। এই উন্নয়ন অব্যহত রাখতে আপনারা আবারও অধ্যাপক ইয়াসিন আলীকে তথা ১৪ দলীয় জোটের প্রার্থীকে পুনরায় ভোট দিয়ে জয় যুক্ত করার আহবান জানান।

(কেএএস/এসপি/নভেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test