E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে তিন স্থানে বোমা ফাটিয়ে রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা

২০১৮ নভেম্বর ০৪ ১৫:৩৫:১৬
গৌরনদীতে তিন স্থানে বোমা ফাটিয়ে রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া, সরিকল ও খাঞ্জাপুর ইউনিয়নের তিনটি পৃথক স্থানের রাস্তা কেটে একাধিক বোমর বিস্ফোরণ ঘটিয়ে আতংক তৈরী করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। 

স্থানীয় লোকজন, এলাকাবাসি ও পুলিশ জানান, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের নলচিড়া সড়কের পাশে ৭/৮টি বোমার বিস্ফোরণ ঘটায় অজ্ঞাতনামা ব্যক্তিরা। এ সময় তারা সড়কের লালপোল এলাকায় সড়ক কেটে মাটি সরিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়।

একই রাতে আনুমানিক দেড়টার দিকে সরিকল ইউনিয়নের হোসনাবাদ ষ্টিমারঘাট চৌকিদার বাড়ির সন্নিকটে ব্রিজের কাছে ৫/৭াট বোমা ও কয়েক রাউন্ড ফাকা গুলি ছুরে আতংক ছড়ায় অজ্ঞাতনামা দূর্বৃত্তরা। ওই দুর্বিত্তরা গৌরনদী হোসনাবাদ সড়কের ষ্টিমারঘাট চৌকিদার বাড়ি এলাকায় রাস্তা কেটে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়।

একই রাত সাড়ে ১২টার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল গ্রামের দ্বীনবন্ধু সাহার বাড়ির কাছে দীঘিরপাড় নামক এলাকায় ৫/৭টি হাত বোমার বিস্ফোরন ঘটিয়ে একইভাবে ইল্লা থেকে দোনারকান্দি সড়কের দীঘির পাড় সড়ক কেটে বিচ্ছিন্ন করা হয়।

উপজেলার সরকিল ইউনিয়নের উত্তর হোসনাবাদ গামের গৃহবধূ রীনা বেগম বলেন, রাস্তায় বেশ কিছু লোকজনের কথাবার্তা শব্দ পেয়ে ঘরের দরজা খুলে বের হতে চেষ্টা করলে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ঘর থেকে বের হতে নিষেধ করে নানান ভয়ভীতি দেখান তাদের।

মাহিলাড়া এলাকার ব্যবসায়ী, শিক্ষকসহ কমপক্ষে ৫জন জানান, রাতে পর পর বোমার শব্দে গোটা এলাকা প্রকম্পিত হয়ে উঠে। এ সময় গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

খাঞ্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকন সিদ্দিকুর রহমান বলেন, শনিবার সকালে হাটতে বের হলে রাস্তাকাটা দেখতে পাই। রাতে কে বা কারা, কি উদ্দেশ্যে রাস্তা কেটেছে তা বুঝে উঠতে পারিনি।

তিনটি স্থানে বোমা হামলা ও রাস্তা কাটার কথা স্বীকার করে গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

(টিবি/এসপি/নভেম্বর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test