E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি কাজের উদ্বোধন

২০১৮ নভেম্বর ০৫ ১৪:৫৫:৩৮
রাণীনগরে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি কাজের উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ২০১৮-১৯ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ১ম পর্যায় (৪০ দিনের) কর্মসূচি কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সদর ইউনিয়নের হাতিরপুল ব্রিজের পার্শ্বে রতনডারী রাতায় এ কাজের উদ্বোধন করা হয়।

এ কাজে শুভ উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন। এদিন উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে এই ৪০ দিনের কর্মসূচী কাজ শুরু হয়েছে। এই উপজেলায় এ কাজের মোট উপকারভুগী হলো ৯৭৩ জন।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মেহেদী হাসান, উপ-সহকারী প্রকৌশলী মো: তারিকুল ইসলাম, ১নং খট্টেশ্বর রাণীনগর সদর ইউপি চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টু, কালিগ্রাম ইউপি চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম বাবলু, সদর ইউপি সদস্য মোছা: রুমা বেগম, মোছা: মরজিনা প্রমুখ।

(এসকেপি/এসপি/নভেম্বর ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test