E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুয়াডাঙ্গায় গৃহপরিচারিকা লিলি খাতুনের করুণ মৃত্যু

২০১৮ নভেম্বর ০৫ ১৫:১৭:২২
চুয়াডাঙ্গায় গৃহপরিচারিকা লিলি খাতুনের করুণ মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মহিলা কলেজের অধ্যাপিকা পাপিয়া সারমিন ইতির নির্যাতনের শিকার গৃহপরিচারিকা লিলি খাতুন (৫০) মারা গেছেন। রবিবার (৪ নভেম্বর) সন্ধ্যায তিনি মারা যান। 

নিহত গৃহপরিচারিকা লিলি খাতুন উপজেলার আন্দুলবাড়ীয়া রাজধানীপাড়ার আনসার আলীর স্ত্রী। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিহত গৃহপরিচারিকার ছেলে শাহেদ হোসেন জানান, আমার মা জীবননগর মহিলা কলেজের প্রফেসর পাপিয়া সারমিন ইতির বাসায় গত দুই সপ্তাহ আগে দুই হাজার টাকা মাসিক চুক্তিতে কাজ করে। গত শুক্রবার সকালে আমাদের বাড়িতে আসে এবং বুধবারে ইতির বাসায় ফিরতে আগ্রহ প্রকাশ করলে প্রফেসর ইতি বলেন শনিবার সকালের মধ্যে তার বাসায় যেতে হবে।

শাহেদ আরও জানায়, মা ইতির বাসায় যেতে রাজি না হওয়ায় শনিবার সকালে আমাদের বাড়িতে আসে ইতি। মা তাকে দেখে দৌড়ে প্রতিবেশীদের বাড়িতে ওঠেন। কিন্তু ইতি আমার মাকে জোর করে টেনে হেঁচড়ে একটি আলমসাধু গাড়িতে তুলে জীবননগরে নিয়ে যাওয়ার সময় দেহাটি-সন্তোষপুর সড়কের কনটেক মিলের সামনে রাস্তার ওপর ফেলে দিলে মারাত্মক ভাবে আহত হন মা।

এ সময় অন্য একটি আলমসাধুতে তুলে দিয়ে ইতি জীবননগরে চলে যায়। পরে তাকে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার (৪ নভেম্বর) বিকালে মায়ের অবস্থা খারাপ হলে ডাক্তার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। সেখানে কর্তব্যরত ডাক্তার আমার মাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহতের পুত্রবধূ বৃষ্টি খাতুন অভিযোগ করেন, আমার শ্বাশুড়িকে ইতি জোরপুর্বক বাড়ি থেকে উঠিয়ে গাড়িতে করে নিয়ে যায়। পরবর্তী সময়ে আন্দুলবাড়ীয়া মিস্ত্রিপাড়ায় শ্বাশুড়িকে অজ্ঞান অবস্থায় দেখতে পাওয়া যায়। এ সময় কাপড়-চোপড়ে রক্ত মাখা ছিল। সেই সাথে বমিও করছিল।

এ ঘটনায় অভিযুক্ত অধ্যাপিকা পাপিয়া সারমিন ইতি বলেন,আমার সাথে আলমসাধু যোগে আসার কথা ঠিক। তবে তাকে আমি গাড়ি থেকে ফেলে দিয়েছি তা সঠিক নয়। আমি আসলে ষড়যন্ত্রের শিকার। আমি এমপি আলী আজগার টগরের শ্যালিকা হওয়ায় একটি পক্ষ আমাদের সাথে ষড়যন্ত্র করছে।

এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওস) শেখ গনি বলেন, ঘটনার বিষষে অনুসন্ধান চলছে। অভিযোগ পাওযা গেলে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিটি/এসপি/নভেম্বর ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test