E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশে অনেক প্রধানমন্ত্রী পাবেন, শেখ হাসিনার মতো জনদরদী পাবেন না’

২০১৮ নভেম্বর ০৫ ১৮:৫২:০৩
‘দেশে অনেক প্রধানমন্ত্রী পাবেন, শেখ হাসিনার মতো জনদরদী পাবেন না’

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ‘দেশে অনেক প্রধানমন্ত্রী পাবেন, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মতো জনদরদী মমতাময়ী প্রধানমন্ত্রী আর পাবেন না। অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু শেখ হাসিনার মতো জনগনের কথা চিন্ত করা প্রধানমন্ত্রী আর দেখিনি। জাতির পিতা দেশ স্বাধীনের পর ১৯৭৩সালে সর্ব প্রথম এদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের মাধ্যমে শিক্ষকদের চাকুরীর নিশ্চয়তা দিয়ে বর্তমান আধুনিক শিক্ষা প্রসারের বীজ বপন করেছিলেন। আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে পুনরায় বেসরকারী স্কুলগুলো জাতীয় করণ করে শিক্ষকদের চাকুরী সরকারী করণ করে বিনা মূল্যের বই প্রদানসহ আধুনিক শিক্ষার সুযোগ করে দিয়েছেন।’ 

“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সন্তানদের আধুনিক শিক্ষায় ডিজিটাল দেশ গড়তে আজ সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে পিইডিপি-৩ প্রকল্পের আওতায় ল্যাপটপ বিতরণ করা হচ্ছে।

সোমবার এগারোটায় উপজেলা শিক্ষা অফিস আয়োজিত আগৈলঝাড়া সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ হল রুমে উপজেলার ৫৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানদের হাতে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রী পদ মর্যাদার পার্বত্য শান্তি চুক্তি পরিবীক্ষন ও বাস্তবায় কমিটির আহ্বায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এসব কথা বলেন।

এমপি হাসানাত আফসোস করে আরও বলেন, ’৭৫এর ১৫আগষ্ট জাতির পিতা, তার পিতা আব্দুর রব সেরনিয়াবাত, শিশু পুত্র সুকান্ত আবদুল্লাহসহ তার পরিবার ১৮জন সদস্যদের হত্যা করা হয়। যাদের কবরে মাটি পর্যন্ত দিতে পারেন নি তিনি। জাতির পিতা হত্যাকারীদের প্রেতাত্মা জিয়া ক্ষমতায় এসে ইনডিমিনিটি অধ্যাদেশ জারি করে ওই হত্যার বিচার পর্যন্ত বন্ধ করে দেয়। এর আগে পৃথিবীর সবেচেয়ে নিরাপদ স্থান জেল খানার মধ্যে জাতীয় চার নেতাকে হত্যা করে ওই পাকিস্থানী প্রেত্মারা। যারা এই হত্যা কান্ডের সাথে জড়িত তাদের বিভিন্ন দুতাবাসে চাকুরী দিয়ে পুরস্কৃত করে প্রেসিডেন্ট জিয়া। সেই সন্ত্রাসের ধারাবাহিকতায় বিএনপি-জামাত চার দলীয় জোট রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আবারও দেশটকে জঙ্গী আর সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করে। যার ভুক্তভোগী এই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়সহ আওয়ামীলীগের নেতা কর্মীরা।

২০০১ সালের মতো আর কোন আসুরিক শক্তিকে ক্ষমতায় না আনার আহ্বান জানান তিনি। বয়সের উদাহরণে আগামী নির্বাচন নিজের জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে প্রধান অতিথি আবার সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও উন্নত দেশ গঠনের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এসময় আওয়ামীলীগ সরকার আমলে দক্ষিণাঞ্চলসহ দেশের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে সহকারী শিক্ষা কর্মকর্তা প্রিতীশ বিশ্বাস ও গাজী জামাল হোসেন সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা শিরাজুল হক তালুকদার, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, ম্যানেজিং কমিটির সভাপতিদের পক্ষে অনিমেষ মন্ডল, প্রধান শিক্ষক গীতা রানী বিশ্বাস, আব্দুল হাই।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমলা রানী মন্ডল, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ঠ প্রধান শিক্ষক মন্ডলী, কমিটির সভাপতিবৃন্দ ও আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রধান অতিথি হিসেবে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর নব নির্মিত ভবন উদ্বোধন করেন বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহ।

(টিবি/এসপি/নভেম্বর ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test