E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গভীর ভালোবাসায় কেন্দুয়ায় ইউএনও মুকতাদির বিদায়, রুহুল ইসলামের বরণ

২০১৮ নভেম্বর ০৬ ০০:৫৪:১৩
গভীর ভালোবাসায় কেন্দুয়ায় ইউএনও মুকতাদির বিদায়, রুহুল ইসলামের বরণ

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : হৃদয়ের গভীর ভালবাসা ও পরম মমতা দিয়ে রত্নগর্ভা কেন্দুয়ায় বিদায় বরণ হলেন উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ ও আল ইমরান রুহুল ইসলাম।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার রাতে এ বিদায় ও বরণ অনুষ্ঠানটি প্রাণের ছোয়ায় শেষ হল। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে অংশ নেন মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: শিরিন সুলতানার সভাপতিত্বে ও তার প্রাঞ্জল উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: দেলোয়ার হোসেন ভূঞা।

তিনি তার বক্তব্যে বলেন, এবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে চারজন উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় ও বরণ করেছি। তাদের প্রত্যেকের সততা নিয়েই গর্ব করার মতো ছিল। ইউএনও মুকতাদিরুল আহমেদ কেন্দুয়াকে সুন্দর কেন্দুয়া ও গ্রীন কেন্দুয়া এবং মাদক মুক্ত বাল্য বিয়ে মুক্ত সু-শিক্ষায় শিক্ষিত করার ঘোষণা দিয়ে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান গড়তে চেয়েছিলেন, এজন্য উদ্যোগও নেয়া হয়েছিল কিন্তু সে কাজ সম্পন্ন হওয়ার আগেই তার বদলি হওয়ায় আজ ভারাক্রান্ত হৃদয়ে কথা বলছি। আশা করি তিনি ভাল থাকবেন তার কর্মস্থলে। সেই সঙ্গে সমগ্র কেন্দুয়া বাসীর হৃদয়ের গভীর ভালবাসা দিয়ে বরণ করছি নবাগত উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলামকে। আজ কথা দিচ্ছি যত দিন দায়িত্বে থাকি তিনি কেন্দুয়াকে তার মত করে সাজাতে গিয়ে যে প্রকারের সহযোগিতা চাইবেন কেন্দুয়ার সকল শ্রেণি পেশার মানুষের কাছ থেকে সব সহযোগিতা তিনি পাবেন।

বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ বলেন, এই কেন্দুয়া ছিল আমার দ্বিতীয় বাড়ী, প্রথম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করতে গিয়ে কেন্দুয়ার সমস্ত মানুষের অনেক ভালবাসা, সহযোগিতা পেয়েছি। সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে গিয়ে সকলের আন্তরিক সহযোগিতা আমাকে অনেক ঋণী করেছে। চেষ্টা করেছি নিজেকে ও ইউএনও অফিসকে স্বচ্ছ দূর্ণীতি মুক্ত থাকতে ও রাখতে। ইচ্ছা ছিল বাল্য বিয়ে, মাদক মুক্ত কেন্দুয়া গড়তে সে সহযোগিতা পুলিশ, সাংবাদিক ও সকলের কাছ থেকে পেয়েছি। স্বপ্ন ছিল মডেল স্কুল, ট্রেনিং সেন্টার স্থাপন, বয়ষ্কদের জন্য স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং শিশুদের বিনোদনের জন্য ডি.সি পার্ক নির্মান করার। কিন্তু সময়ের অভাবে তা পারলাম না। তবে আশা করি সকলের সহযোগিতায় আমার রেখে যাওয়া কর্ম পরিকল্পনা আপনাদের নবাগত নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম তার মেধা যোগ্যতা এবং দক্ষতা দিয়ে সম্পন্ন করতে পারবেন।

তিনি আরো বলেন, দিন শেষের বিচারে অনেক ভাল ছিলাম কেন্দুয়ায়। মানুষ হিসেবে কাজ করতে গিয়ে যদি কোন জানা অজানা ত্রুটি করে থাকি সেজন্য সকলের কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম বলেন, বিদায় বরণ অনুষ্ঠানে সকলের কাছ থেকে যেভাবে মুকতাদিরুল আহমেদের প্রশংসা করেছেন তা খুবই ভাল লেগেছে। আগামী দিনে আপনাদের সকলের সঙ্গে টীম ওয়ার্ক করেই সব কাজ করব। আমি বলতে চাই সবাই মিলেই একজন উপজেলা নির্বাহী অফিসার। কেননা একজন ইউএনওর সামগ্রীক বিষয় দেখতে হয় বাস্তবায়ন করতে হয় এবং একই সঙ্গে তা মোকাবেলাও করতে হয়। আমি শতভাগ চেষ্টা করব কেন্দুয়াকে মাদক, বাল্য বিয়ে ও দূর্ণীতিমুক্ত করতে। সেই সঙ্গে সরকারের সকল প্রকার উন্নয়ন কর্মকান্ড সততা ও নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করতে। এজন্য সকলের সহযোগিতা আমাকে আগামীর সুন্দরের পথ দেখাবে এবং প্রেরণা যোগাবে।

বিদায় ও বরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন, অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বাবলু, মুক্তিযোদ্ধা শাহজাহান আহমেদ ঝান্টু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো: জাকির আলম, উপজেলা স্কাউটের সাধারন সম্পাদক মো: জসিম উদ্দিন ভূঞা ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বর্শমা।

পরে সাংবাদিক সমাজের পক্ষ থেকে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সাধারণ সম্পাদক সাংবাদিক মো: মহিউদ্দিন সরকার, প্রাথমিক শিক্ষা কল্যান ট্রাস্টের পক্ষ থেকে মো: জাকির আলম, স্কাউটের পক্ষ থেকে জসিম উদ্দিন, ভূমি অফিসের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক বিলকিস চৌধুরী ও উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান সম্মাননা স্মারক দিয়ে দুই অতিথিকে বিদায় ও বরণ করে নেন। এছাড়া অফিসার্স ক্লাবের আয়োজনেও ওইদিন রাতেই বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(এসবি/এসপি/নভেম্বর ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test