E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নিহত ইউপি চেয়ারম্যান নান্টুর মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিলেন আবুল হাসানাত

২০১৮ নভেম্বর ০৬ ১৫:৪৫:১৫
নিহত ইউপি চেয়ারম্যান নান্টুর মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিলেন আবুল হাসানাত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দুর্বৃত্তের গুলিতে নিহত জল্লা ইউপি জনপ্রিয় চেয়ারম্যান ও ওই ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি বিশ্বজিত হালদার নান্টুর ষষ্ঠ শ্রেণি পড়ুয়া একমাত্র মেয়ে দিশারীর লেখাপড়ার জন্য দায়িত্ব নেয়া জাতির পিতার ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকার অনুদানের এফডিআর এর কাগজপত্র অনুষ্ঠানিকভাবে নান্টুর পরিবারের কাছে হস্তান্তর করেছেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস তার কার্যালয়ে নিহত নান্টুর বাবা অবসরপ্রাপ্ত কর্মচারী মুক্তিযোদ্ধা সুকলাল হালদারের হাতে আনুষ্ঠানিকভাবে এমপির প্রদান করা টাকার ৫বছর মেয়াদী এফডিআর এর কাগজপত্র হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আগৈলঝাড়ার কৃতি সন্তান কবির হোসেন সরদার।

ইউএনও বিপুল চন্দ্র দাস জানান, গত ১৩ অক্টোবর শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় হল রুমে শারদীয় দূর্গা পূজা উদযাপন পরিষদের সভায় জাতির পিতার ভাগ্নে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি পরিবীক্ষণ ও বাস্তবায়ন কমিটিরি আহ্বায়ক মন্ত্রী পদ মর্যাদায় অধিষ্ঠিত আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র তার ব্যক্তিগত তহবিল থেকে ওই অনুষ্ঠানে বসেই নগদ ৫লাখ টাকা প্রদান করেছিলেন।

ওই টাকা নান্টু’র মেয়ের লেখাপড়ায় কাজে ব্যবহারের জন্য এফডিআর এর দায়িত্ব দেন ইউএনও’কে। ইউএনও আগৈলঝাড়া উপজেলা সদর পোষ্ট অফিস শাখায় ৫বছর মেয়াদী একটি এফডিআর করে দেন। মেয়ে দিশারীর বয়স না হওয়ায় নিহত নান্টুর স্ত্রী বেবী দাস এর নামে ওই ৫ লাখ টাকা জমা রাখা হয়, যার উত্তরাধিকার করা হয়েছে নান্টুর একমাত্র মেয়ে দিশারীকে। ইউএনও জানান, ৫ লাখ টাকার লভ্যাংশ থেকে মেয়ে দিশারীর লেখাপড়ার খরচ বহন করতে পারবে তার পরিবার।

নিহত নান্টুর বাবা মুক্তিযোদ্ধা সুকলাল হালদার তার প্রতিক্রিয়ায় ছেলে নিতহর বিচার দাবি করে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র অনুপ্রেরণা ও অনুদান পেয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করেছেন।

(টিবি/এসপি/নভেম্বর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test