E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় মিথ্যা মামলার বাদি ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

২০১৮ নভেম্বর ০৬ ১৬:৩১:৪০
কুষ্টিয়ায় মিথ্যা মামলার বাদি ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় মিথ্যা মামলা দায়েরের অভিযোগে মামলার বাদি ও মামলা রেকর্ডকারী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার বিজ্ঞ জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী সং্িশ্লষ্ট আদালতের ম্যাজিস্ট্রেটকে এই নির্দেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, দৌলতপুর থানার চরসালিমপুর গ্রামের মৃত পঞ্চানন পঞ্চানন্দ কর্মকারের স্ত্রী সুচিত্রা কর্মকারকে তার পুত্র আসামী শ্রী সুশান্ত কর্মকার ও পুত্রবধু সুবর্ণা কর্মকার ঠিকমত খাবার না দিয়ে গালমন্দ করতো এবং বিষ খেয়ে কিংবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার জন্য প্ররোচনা দিয়েছেন এমন অভিযোগে নিহতের ভাইয়ের ছেলে চিত্তরঞ্জন কর্মকার বাদি হয়ে নিহতের পূত্র ও পূত্রবধুর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন। মামলা নং ৫৭, তারিখ ২৮/৬/২০১৭ যার জি.আর মামলা নং- ২৮৬/২০১৭ ও সেসন- ৫৭/২০১৮)।

আদালতের এই আদেশের সত্যতা নিশ্চিত করে সরকারী কৌশুলী এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, মা’কে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পূত্র ও পূত্রবধুর বিরুদ্ধে দৌলতপুর থানায় দায়েরকৃত মামলা তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন পুলিশ। বিজ্ঞ আদালত দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে প্রতিয়মান হয় যে, মামলাটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। সেকারণে মিথ্যা মামলা দায়ের করে ঐ মামলার আসামীদের যে ভোগান্তি দেয়া হয়েছে তার একটা ন্যায় ও সুবিচার হোক।

মঙ্গলবার আদালত এই রায় ঘোষনার সময় মামলার আসামীদ্বয় শ্রী সুশান্ত কর্মকার ও স্ত্রী সুবর্ণা কর্মকারকে বেকশুরড় খালাস প্রদান করেন একই সাথে পেনাল কোড- ১৮৬০ এর ২০৩ ধারায় এজাহারকারী শ্রী চিত্তরঞ্জন কর্মকার ও দৌলতপুর থানার তৎকালীন মামলা রেকর্ডকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট আদালতের ম্যাজিস্ট্রেটকে।

এ ঘটনার মধ্যদিয়ে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে মিথ্যা মামলা দায়েরকারী এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সতর্ক বার্তা দিতে চেয়েছেন বিজ্ঞ আদালত।

(কেকে/এসপি/নভেম্বর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test