E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সকলে কাছে গ্রহণযোগ্য নির্বাচনে সংলাপ দেশবাসীর জন্য মঙ্গল বয়ে আনবে’

২০১৮ নভেম্বর ০৬ ১৭:১১:২৯
‘সকলে কাছে গ্রহণযোগ্য নির্বাচনে সংলাপ দেশবাসীর জন্য মঙ্গল বয়ে আনবে’

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচন সকলের কাছে গ্রহনযোগ্যে অনুষ্ঠানের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল দলের সাথে সংলাপ করছেন। আন্তিরিক ভাবে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। 

ইতিমধ্যে জাতীয় পার্টির সাথে সংলাপ হয়েছে। এ উদ্যোগ দেশবাসীর জন্য মঙ্গল বয়ে আনবে। তাঁর এই উদ্যোগে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জের উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে সাত সহস্রাধিক দরিদ্র মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা বিতরণকালে তিনি এ কথা বলেন।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট মোঃ তোফায়েল আহম্মদ খানের সভাপতিত্বে উপস্থিত হাজার হাজার মানুষকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এ বস্ত্র বিতরণ নির্বাচনের জন্য নয়। ঈদের সময়ে এ উপজেলার মানুষের সাথে সময়ের অভাবে মিলিত হতে পারেনি। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের দোয়া চেয়ে এ বস্ত্র বিতরন।

এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নিবার্হী সদস্য মোঃ মিজানুর রহমান দুলাল, পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ সিরাজুল হক মিন্টু, যুগ্ন-সম্পাদক মোঃ জাকির মাহম্মুদ সেলিম, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোঃ বাদল হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ খন্দকার শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার প্রমুখ।

(ইউজি/এসপি/নভেম্বর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test