E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘কৃষিতে মাইল ফলক উন্নয়ন করেছে সরকার’

২০১৮ নভেম্বর ০৬ ১৭:১৫:৩৮
‘কৃষিতে মাইল ফলক উন্নয়ন করেছে সরকার’

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১ কোটি ৩ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা ভবন ভিত্তি প্রস্থর উদ্বোধন করেছেন জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ও ঠাকুরগাও-৩ আসনের সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী।

উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী। এ সময় তিনি বলেন, এক সময় কৃষি অফিস ঘেরাও হতো সার আর ডিজেলের জন্য । নগদ টাকা দিয়েও কৃষকরা পেতো না সার ও ডিজেল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সার ডিজেল তো পাওযা যাচ্ছেই উপরন্ত গরিব শ্রেণীর কৃষকদের বিভিন্ন প্রণোদনার মাধ্যমে সার বিভিন্ন ফসলের বীজসহ ভাল ফসল ফলানোর জন্য আধুনিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কোটি কোটি টাকা সরকার কৃষকদের ভুর্তকি দিচ্ছে। কৃষিতে মাইল ফলক উন্নয়ন করেছে সরকার। তাই এ উপজেলায় কৃষকদের প্রশিক্ষন দেওয়ার জন্য নির্র্মাণ করা হচ্ছে প্রশিক্ষণ ভবন। এ কারনে তিনি উপস্থিত কৃষকদেরু ও সরকারী কর্মকর্তা কর্মচারীদের সরকারের সঠিক উন্নয়নের চিত্র তুলে ধরার আহবান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আরো বক্তব্য রাখেন সংরক্ষিত ৩০১ আসনের সাংসদ সেলিনা জাহান লিটা ঠাকুরগাও গণপূর্ত বিভাগের নির্বাহি প্রকৌশলী আল মামুন হক আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক সম্পাদক তাজ উদ্দীন আহাম্মেদ প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী। আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কমল কৃষ্ণ রায় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুলোক চন্দ্র উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনসহ উপজেলার কৃষকবৃন্দ।

(কেএএস/এসপি/নভেম্বর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test