E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে নওগাঁয় মানববন্ধন 

২০১৮ নভেম্বর ০৬ ১৮:২১:২৩
গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে নওগাঁয় মানববন্ধন 

নওগাঁ প্রতিনিধি : গাইবান্দার গোবিন্দগঞ্জ আদিবাসি ও বাঙ্গালীদের ওপর হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট ও তিন সাঁওতাল হত্যায় ক্ষতিপূরণসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আদিবাসি পরিষদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে শহরের মুক্তিমোড়ে শহীদ মিনারের সামনে এই কর্মসূচী পালন করা হয়।

জাতীয় আদিবাসি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সবিন মুন্ডার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, নওগাঁ শাখার উপদেষ্টা মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, এ্যাডভোকেট শহীদ হাসান সিদ্দিকী স্বপন, এসএম আজাদ হোসেন, ছাত্র পরিষদের নওগাঁ সভাপতি সুধীর পাহান, সমাজকর্মী নাইস পারভিন, মহাদেবপুর শাখার সভাপতি দীলিপ পাহান, সাধারণ সম্পাদক খোগেশ উরাও প্রমুখ।

বক্তারা বলেন, সরকার মুখে মুক্তিযুদ্ধের কথা বলছে অথচ সারাদেশে আদিবাসি ও সংখ্যা লঘুদের ঘরবাড়ি ভাংচুর, দখল, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা, নারী নির্যাতনকারিদের গ্রেফতার করছে না। ফলশ্রুতিতে এই বিচারহীনতায় ২০১৬ সালে গাইবান্দার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদা ফার্মের আদিবাসি ও বাঙ্গালীদের ওপর পুলিশী পাহারায় দখলদাররা হামলা, অগ্নিসংযোগ ভাংচুর, লুটপাট চালায়। এ সময় তিন আদিবাসি সাঁওতালকে হত্যা করে।

এ সময় পুলিশ বাহিনীর কিছু সদস্য এই অগ্নিসংযোগে অংশগ্রহণ করে। হত্যাকারিদের বাঁচাতে ক্ষমতাসীন দলে থাকা স্বার্থান্বেষী নেতারা প্রশাসনের সহযোহিতায় তৎপর রয়েছে। যার কারণে এই হত্যাকারিদের আজও বিচার করা সম্ভব হচ্ছে না। হত্যাকারিদের দ্রুত বিচারের আওতায় নেয়া ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়।

(বিএম/এসপি/নভেম্বর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test