E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমপি হওয়া বড় নয়, চাই শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ব : মানিক

২০১৮ নভেম্বর ০৬ ২২:০৭:১৮
এমপি হওয়া বড় নয়, চাই শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ব : মানিক

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা এডভোকেট মো: সাইদুর রহমান মানিক বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এমপি হওয়াটা বড় কথা নয়, বিজয় মুকুট পড়িয়ে চাই আবারো শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ব। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই সকল ক্ষেত্রে দেশের অসামান্য উন্নতি হয়েছে। বিশ্ব বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাংলাদেশ। 

তিনি বলেন, আমাদের নেত্রকোনায় হয়েছে শেখ হাসিনা বিশ্ব বিদ্যালয়, হয়েছে নেত্রকোনা মেডিকেল কলেজ সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ। বিশ্ব ব্যাংকের সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নির্মিত হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু যা এখন বাস্তব। হয়েছে ডিজিটাল বাংলাদেশ। ১৬ কোটি মানুষের মধ্যে ৯৫ ভাগ মানুষের হাতে হাতে এখন মোবাইল ফোন। যা থেকে সহজেই দেশ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা বিশ্বে যোগাযোগ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার। গঠন হচ্ছে মাদক মুক্ত সুন্দর বাংলাদেশ। গ্রামের মানুষ সহজেই কমিউনিটি ক্লিনিক থেকে পাচ্ছেন স্বাস্থ্য সেবা। ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্র থেকে সব রকমের সেবা পাচ্ছেন সাধারন মানুষ।

মনিক বলেন, ৩০০ টাকা দিয়ে সাধারণ নিম্ন আয়ের মানুষ পাচ্ছেন ৩০ কেজি চাল। দেয়া হচ্ছে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, গর্ভবতী ও তৃতীয় লিঙ্গের মানুষের ভাতা। বছরের প্রথম দিন কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেয়া হচ্ছে নতুন বই। গরিব মেধাবী ছাত্রছাত্রীরা পাচ্ছে উপবৃত্তি। যাদের জায়গা আছে সে সব গরিব মানুষেরা পাচ্ছেন একটি করে ঘর। মুক্তিযোদ্ধাদেরকেও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ছাড়াও নির্মান করে দেয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদের বাড়ি। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগ বাসস্থান সহ মানুষের মৌলিক অধিকার পূরণে শেখ হাসিনা প্রধারনমন্ত্রী হিসেবে যে উদ্যোগ নিয়েছেন তা সারা বিশ্বে প্রশংসিত।

ঢাকা বারের সাবেক সভাপতি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বৃহত্তর ময়মনসিংহ আইনজীবী কল্যাণ পরিষদের সভাপতি ও নেত্রকোনা- ৩ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো: সাইদুর রহমান মানিক মঙ্গলবার তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এমপি হওয়াটা বড় কথা নয়, মাঠে নেমেছি নৌকার ভোট বাড়াতে, নৌকার পক্ষে মানুষকে ঐক্যবদ্ধ করতে সর্বোপরি বঙ্গবন্ধু কন্যা বিশ্ব মানবতার জননী দেশরত্ন শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী আসনে অধিষ্টিত করতে। আমি চাই আবারো শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ব।

তিনি বলেন, কেন্দুয়া- আটপাড়া উপজেলার তৃণমূলের হাজার হাজার নেতাকর্মীর সঙ্গে নৌকার পক্ষে শুভেচ্ছা বিনিময় করেছি, করেছি গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও সমাবেশ। গ্রামের সাধার মানুষের কাছে গিয়ে কথা বললে, তাদের সঙ্গে হাত মেলালে, কুলাকুলি করলে তারা যে হৃদয় দিয়ে কি পরিমানে ভালবাসেন তা গ্রামে না গেলে সাধারন মানুষের সঙ্গে না মিশলে বুঝার কোন উপায় নেই। গ্রামের সাধারন প্রত্যেক মানুষই আমার দাবীর সাথে একমত পোষন করেছে। তারাও প্রত্যেকেই চান দেশের উন্নয়নের ধারাকে ধরে রাখতে শেখ হাসিনার যেন আবার প্রধানমন্ত্রীর আসনে বসেন।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকলে দেশ আবার অন্ধকারে চলে যাবে, এ কথা সাধারণ মানুষও বলেন। মানিক বলেন, প্রধানমন্ত্রী ছিলেন বলেই বি.এন.পি জামায়াত জোট সরকারের অন্ধকার শাসন থেকে আলোর পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন মুক্তিযুদ্ধের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।

তিনি আরও বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এই বাংলাদেশ এখন আর তলা বিহীন ঝুড়ি নেই। মাথাপিছু মানুষের আয় বেড়েছে, বেড়েছে গড়আয়ু। মানুষের জীবন মানের অনেক উন্নতি হয়েছে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, সাংবাদিক সহ সকল শ্রেণিপেশার মানুষ আজ শেখ হাসিনার উন্নয়নমুখি কর্মকান্ডে খুব খুশি। মানুষের মুখ থেকে অভাব কথাটি ওঠে গেছে। বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী মুক্তিযোদ্ধা মো: সাইদুর রহমান মানিক বলেন, নৌকার গণজোয়ার গড়ে তুলতে এবং নৌকার মাঝি হওয়ার আশা নিয়ে আমরা অনেকেই মাঠে কাজ করছি।

নৌকা প্রতীক একটি, নৌকার মাঝিও হবেন একজন, এই নৌকা কার ভাগ্যে আছে, কার হাতে তুলে দেন আমাদের প্রিয় নেত্রী তা জানেন তিনি এবং পরম করুণাময় সৃষ্টিকর্তা। নৌকা যার হাতেই তুলে দেন না কেন আমরা এতে কোন দ্বিধা দ্বন্দ না রেখে কোমড় বেঁেধ মাঠে কাজ করে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করব এবং এই বিজয়ের মধ্যদিয়েই আগামী একাদশ নির্বাচনের বিজয়মুকুট পড়িয়ে শেখ হাসিনাকেই আবারো প্রধানমন্ত্রীর আসনে সকলে বসাব।

তিনি সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মনে রাখবেন যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, ততদিন নিরাপদে, উন্নয়নে এগিয়ে যাবে বিশ্ববুকে বাংলাদেশ।

(এসবি/এসপি/নভেম্বর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test