E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জমি জবরখলের চেষ্টা, বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

২০১৮ নভেম্বর ০৬ ২২:১২:৩১
জমি জবরখলের চেষ্টা, বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা দু’ মহিলাকে পিটিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার  দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জাহাজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

শ্যামনগর উপজেলার অনন্তপুর গ্রামের কেরামত গাজীর ছেলে দাউদ আলী গাজী জানান, পশ্চিম মৌতলা এলাকার শিবু পদ পালের ছেলে চিত্ত রঞ্জন পাল ও নান্টু পাল, মৃত শ্রীবাস পালের ছেলে শিবু পদ পাল, মান্দার মল্লিকের ছেলে আনিছুর রহমানসহ কয়েক জন তার কেনা সম্পত্তি জবর দখলের জন্য অনেক দিন ধরে পায়তারা চালাচ্ছিল। এ নিয়ে কয়েকবার হুমকিও দেওয়া হয়।

বিষয়টি নিয়ে সংসদ সদস্য, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকতা, ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর হক দোলনের কাছে অভিযোগ করলে তারা উভয়পক্সকে নিয়ে শালিস করলেও সিদ্ধান্ত মানেনা তাদের প্রতিপক্ষরা। বধ্যি হয়ে তিনি সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন তিনি। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ উভয়পক্ষকে নোটিশ করে। এরপরও প্রতিপক্ষরা মঙ্গলবার বিকেলে তাদের জমিতে জোরপূর্বক ঘর বানাতে যায়। খবর পেয়ে তিনি ও তার স্ত্রী বাধা দেওয়ায় তাদেরকে দা, বাশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করে । আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রীকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, দাউদ আলী গাজীর অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপপরিদর্শক রোকনুজ্জামানকে নির্দেশ দেওয়া হয়েছে।

(আরকে/এসপি/নভেম্বর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test