E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় এক রাতে স্কুলসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

২০১৮ নভেম্বর ০৭ ১৬:১৩:৫৭
আগৈলঝাড়ায় এক রাতে স্কুলসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় এক রাতে স্কুল লাইব্রেরী ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়েছে। ঘটনাস্থ পরিদর্শন করেছে পুলিশ, মামলার প্রস্তুতি চলছে। 

উপজেলার গৈলা ইউনিয়নের নবযুগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিক্তা রানী দাস জানান, মঙ্গলবার রাতে তার বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষের তালা ভেঙ্গে চোরের দল প্রবেশ করে মালামাল তছনছ করে। এর একদিন আগে উপজেলার বিভিন্ন স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে ৫৮টি ল্যাপটপ কম্পিউটার প্রদান করেন স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। ওই ল্যাপটপ চুরির জন্যই চোরের দল লাইব্রেরীতে হানা দিয়েছিল বলে ধারণা করছেন তিনি।

তবে এমপির প্রদান করা ল্যাপটপ তার বাড়িতে রক্ষিত ছিল। বুধবার সকালে চুরির খবর পেয়ে তিনি স্কুলে আসেন। স্কুলের ৬টি আলমিরা খোলা অবস্থায় পেয়ে কি কি জিনিসপত্র চুরি হয়েছে তাৎক্ষনিকভাবে তা জানাতে পারেননি তিনি। স্কুলে নৈশ প্রহরী থাকার পরেও মঙ্গলবার শ্যামা পূজা উপলক্ষে স্কুল ছুটির দিন চুরির ঘটনায় বিস্মিত হন তিনি।

এদিকে একই রাতে নবযুগ স্কুল সংলগ্নœ স্থানীয় ইউসুফ ঘরামী, জামাল বেপারী, আলমগীর সিকদারের মুদি দোকানের তালা ভেঙ্গে চোরের দল নগদ অর্থ ও মূল্যবান মালামাল নিয়ে গেছে। ওই রাতে স্থানীয় শাহজাহান বেপারীর বাড়ির জানালা ভেঙ্গে চোরের দল ঘরে প্রবেশের সময় লোকজন টের পাওয়ায় চোরের দল পালিয়ে যায়।

খবর পেয়ে বুধবার দুপুরে এসআই জামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নৈশ প্রহরী জসীম মুন্সি সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। এবিষয়ে প্রধান শিক্ষিকা রিক্তা রানী দাস বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিবাদী করে বুধবার বিকেলে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

(টিবি/এসপি/নভেম্বর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test