E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় শ্যামাকালী পুজা উপলক্ষে আলোচনা সভা 

২০১৮ নভেম্বর ০৭ ১৭:১২:১০
সাতক্ষীরায় শ্যামাকালী পুজা উপলক্ষে আলোচনা সভা 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : শ্রী শ্রী শ্যামাকালী পুজা উপলক্ষ্যে মঙ্গলবার রাত টায় সাতক্ষীরা শহরের সবুজবাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুজা উদযাপন কমিটির সভাপতি সুনীল কুমার মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে হিন্দু, মুসলিম, খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছিল। বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়েই এদেশ স্বাধীন হয়েছিল। এরপরও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এদেশের সংখ্যালঘুদের বার বার আক্রান্ত করেছে। তারা হিন্দুদের পুজা পার্বনে বাধা দিয়েছে। মন্দির ও প্রতিমা ভাঙচুর করেছে। বর্তমান সরকারের সময়ে এসব ঘটনার বিচার করার চেষ্টা চলছে। সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের পাশাপাশি সংস্কারের জন্য কাজ করা হচ্ছে। মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় থাকলে সংখ্যালঘুরা নিরাপদে থাকতে পারে।

তিনি আরো বলেন, শ্যামা মা অশুভ শক্তিকে পরাহত করার জন্য মন্দিরে মন্দিরে আবির্ভুত হয়েছেন। তিনি জগৎ জননী। এ পুজা উপলক্ষে সকল অপশক্তি দেশ ধেকে দূর হবে। কীট পতঙ্গ বিনাশ হয়ে কৃষকের জমি সুজলা, সুফলা, শষ্য শামলায় পরিণত হবে।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বানাথ ঘোষ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মণ্ডলীর সদস্য গোষ্ট বিহারী মণ্ডল, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, জ্যোস্না আরা, শফিকুল ইসলাম সাগর, শফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা হারুণ অর রশীদ, অসীম কুমার দাশ সোনা, অ্যাড. রঘুনাথ মণ্ডল, অ্যাড. শম্ভুনাথ সিংহ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মন্দির সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন।

(আরকে/এসপি/নভেম্বর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test