E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

২০১৮ নভেম্বর ০৭ ১৭:৪৫:৫০
গৌরীপুরে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে অধিকাংশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার চলতি ফরম পূরণে শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান।

বুধবার (৭ নভেম্বর) বিকেলে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান লিখিত বক্তব্যে বলেন, চলতি বছরে এসএসসি পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফি হচ্ছে মানবিক শাখায় ১৬৫০ টাকা, ব্যবসায় শিক্ষা শাখায় ১৬৫০ ও বিজ্ঞান শাখায় ১৭১০ টাকা। কিন্তু এ উপজেলার অধিকাংশ মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় শিক্ষার্থীদের কাছ থেকে ২২শ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।

ফরম পূরণের ফি আদায়কালে শিক্ষার্থীদেরকে কোন রশিদ প্রদান করছেন না প্রতিষ্ঠান কৃর্তপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানে এসব অনিয়ম-দূর্নীতির ঘটনায় অসংখ্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ ছাত্রলীগ নেতৃবৃন্দের নিকট অভিযোগ তুলে ধরেছেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বুধবার লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম সাংবাদিকদের জানান, বিষয়িটি খতিয়ে দেখার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলা হয়েছে।

(এসআইএম/এসপি/নভেম্বর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test