E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় বৈরাটী আশ্রমে ১২৩ তম দীপান্বিতা উৎসবে পূর্ণার্থীদের ঢল, শুভেচ্ছা মানিকের

২০১৮ নভেম্বর ০৭ ২২:৩৪:০৯
কেন্দুয়ায় বৈরাটী আশ্রমে ১২৩ তম দীপান্বিতা উৎসবে পূর্ণার্থীদের ঢল, শুভেচ্ছা মানিকের

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রাচীন বৈরাটী গৌরী আশ্রমে ১২৩ তম দিপান্বিতা উৎসব ও শ্রী শ্রী ভারতেশ্বরী মায়ের পূজা অর্চনা অনুষ্ঠান পূর্ণার্থীদের ঢল নেমেছে। দেশ ও বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ভক্তরা উৎসবে জমায়েত হচ্ছে। ধর্মবর্ণ নির্বিশেষে এই উৎসবে সকল শ্রেণি পেশার মানুষের এক মিলন মেলা ঘটে। 

১৩০ বছর আগে শ্রীমৎ ভারত ব্রহ্মচারী এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেহ ত্যাগ করার পর শ্রীমৎ শংকরানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ মন্টু গোপাল গোস্বামী, শ্রীমৎ শোভানন্দ ব্রহ্মচারী এ আশ্রম পরিচালনা করেন।

মঙ্গলবার অধিবাস কীর্তনের মধ্যদিয়ে এ উৎসবের সূচনা হয়। বুধবার সকাল থেকে অষ্টপ্রহর ব্যাপী নামযজ্ঞ শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের কীর্তনিয়া দল নাম সুধা পরিবেশন করছে। আশ্রম আচার্য্য শ্রীমৎ প্রভুদানন্দ ব্রহ্মচারী জানান বৃহস্পতিবার সকালে মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে। উৎসবে আগত ভক্তদের মাঝে বুধবার দুপুর থেকে রাত ১২টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরন করা হচেছ।

নারী পুরুষ ও সকল ধর্ম বর্ণের মানুষ এ উৎসবে অংশ নিয়ে তাদের মনোবাসনা পূর্ণ করছেন। পূর্বরায় গ্রামের নিপেন্দ্র দেবনাথ নিপু জানান, ১৩০ বছর আগে এই আশ্রম প্রতিষ্ঠার ৭ বছর পর থেকে শ্রী শ্রী ভারতেশ্বরী মায়ের পূজা অর্চনা ও দিপান্বিতা অনুষ্ঠানে সকল ধর্মের মানুষের সহযোগিতায় এ উৎসব হয়ে থাকে। ভিক্ষার অর্থে এবং বিভিন্ন সুধিজনের অনুদানে এ উৎসব পরিচালিত হয়ে আসছে।

এদিকে উৎসবে আগত পূর্ণার্থীদের শান্তি ও মঙ্গলকামনা করে শুভেচ্ছা জানিয়েছেন মুক্তিযোদ্ধা এডভোকেট মো: সাইদুর রহমান মানিক।

তিনি বলেন, যেখানে সব ধর্মের মানুষের মিলন মেলা বসে সে তীর্থক্ষেত্রে অবশ্যই ভক্তদের যার যার মনোবাসনা পূর্ণ করেন পরম করুনাময় সৃষ্টিকর্তা। তিনি এই উৎসবকে সফল করার জন্য সকল শ্রেণিপেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।

(এসবি/এসপি/নভেম্বর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test