E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে আইসিটি সার্ভার সেন্টারে আগুন

২০১৪ জুলাই ১৭ ১৫:২৫:০১
শেরপুরে আইসিটি সার্ভার সেন্টারে আগুন

শেরপুর প্রতিনিধি : শেরপুর ডিসি অফিসের (জেলা প্রশাসকের কার্যালয়) আইসিটি সার্ভার সেন্টার কক্ষে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি আইপিএস, একটি স্ক্যানার, একটি চেয়ার, কক্ষের জানালার কয়েকটি পর্দা ও কিছু কাগজপত্র ভস্মীভুত  ও একটি ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে পূর্নাঙ্গ ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসাকিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত ও সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলীকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

জেলা প্রশাসনের কমকর্তারা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ডিসি অফিসের আইসিটি সার্ভার সেন্টার কক্ষ থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে স্থানীয় লোকজন জেলা প্রশাসনের কর্মকর্তাদের অবহিত করেন। সংবাদ পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন জানান, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক মো. হায়দার আলীকে আহ্বায়ক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাউজুল কবীরকে সদস্য সচিব এবং গণপূর্ত বিভাগ, বিদ্যুত বিভাগ ও ফায়ার সার্ভিস বিভাগের একজন করে কর্মকর্তাকে সদস্য করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী জানান, শুক্রবার থেকেই তদন্ত কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন ও পূর্নাঙ্গ ক্ষয়ক্ষতির রিপোর্ট পেশ করা হবে।

(এইচবি/জেএ/জুলাই ১৮, ২০১৪)


পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test