E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশীদের মোটরসাইকেল শোডাউন

২০১৮ নভেম্বর ০৮ ১৮:৫১:১২
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশীদের মোটরসাইকেল শোডাউন

নওগাঁ প্রতিনিধি : শেষ মূহুর্তে এসে নওগাঁয় জমে উঠেছে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীদের শোডাউন ও গণসংযোগ। 

বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ শহরে প্রয়াত আওয়ামীলীগ নেতা সাবেক বানিজ্যমন্ত্রী আব্দুল জলিলের পুত্র জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন নৌকায় ভোট চেয়ে শহরে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছেন।

অন্তত ৬ শতাধিক মোটরসাইকেল নিয়ে শহরের নওজোয়ান মাঠ থেকে শুরু করে শোডাউনটি বের হয়ে বাইপাস হয়ে পৌর এলাকা তথা গোটা শহর প্রদক্ষিণ করে। শোডাউন শেষে কর্মীদের উদ্দেশ্যে ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন নিজেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী দাবী করে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নওগাঁবাসীর প্রতি আহ্বান জানান।

শোডাউনে জনের সঙ্গে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক জেলা যুবলীগের সভপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ইলিয়াস তুহিন রেজা, মেহেদী হাসান নয়ন, সিরাজুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীসহ নৌকাভক্ত মানুষ শোডাউনে অংশ নেন।

জন বলেন, তার পিতা নওগাঁর প্রয়াত নেতা আব্দুল জলিলের অসমাপ্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে আমি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে নওগাঁ-৫ (সদর) আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে পারবো বলে আমি আশাবাদী।

এ সময় আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরেন তিনি। আগামীতে নওগাঁ আধুনিক শহর হিসেবে গড়ে তোলার পাশাপাশা জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সক্রিয় ভুমিকা রাখবো।

অপরদিকে নওগাঁ-২ আসনের (ধামইরহাট-পত্নীতলা) এমপি পদে ন্যাশনাল পিপল্স পার্টির (এনপিপি) মনোনয়ন প্রত্যাশী একমাত্র নারী প্রার্থী ড. আবেদা আখতার কণা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে ধামইরহাট ওপত্নীতলা উপজেলার হাট বাজার,পাড়া-মহলøায় ব্যাপক পোস্টার সাঁটিয়ে নিজেকে প্রার্থী হিসেবে জানান দিয়ে ব্যাপক গনসংযোগ শুরু করেছেন। আলহাজ্ব শেখ সালাউদ্দিন শালুর নেতৃত্বাধীন ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) এর প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।

বর্তমান তিনি এনপিপির চেয়ারম্যান আলহাজ্ব শেখ সালাউদ্দিন শালুর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও ঢাকা মহানগর এনপিপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত ছিলিমপুর গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের মেয়ে আবেদা আখতার। ৪ সন্তানের মধ্যে তিনি দ্বিতীয় সন্তান। ড.আবেদা আখতার কণার স্বামী আবুল হোসেন জেলা ও দায়রা জজ ছিলেন। তার একমাত্র সন্তান ব্যারিষ্টার হোসাঈন মুঞ্জুর হাইকোর্ট ও সুপ্রীম কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন বলে জানান তিনি।

(বিএম/এসপি/নভেম্বর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test