E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কেন্দুয়ায় সুধীজনের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা

২০১৮ নভেম্বর ০৮ ১৯:৪১:৫২
কেন্দুয়ায় সুধীজনের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : সুধীজনের সঙ্গে নেত্রকোনার কেন্দুয়া নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের মতবিনিময় সভা বৃহস্পতিবার বেলা ৩ টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ ঘন্টা ব্যাপী এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহ কেন্দুয়া উপজেলার ঐতিহ্য রক্ষা, মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ ও আগামীর উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্ব পূর্ণ আলোচনা করেন, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গীতিকার মো: নূরুল ইসলাম, কেন্দুয়া প্রেসক্লাব সম্পাদক মো: শেকুল ইসলাম খান, জয়হরি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোতাহার হোসেন, আশরাফিয়া দাখিল মাদ্রাসর সুপার আবু উমর আব্দুন নূর ফারুক, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো: বজলুর রহমান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস চৌধুরী, কেন্দুয়া বাজার কমিটির সভাপতি মো: এনামুল হক ভ‚ঞা, দুর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তার, সাহিত্য সংসদের সভাপতি আ.ক.ম. বজলুর রহমান তুলিপ, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, পৌর মেয়র মো: আসাদুল হক ভ‚ঞা, কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, ভাইস চেয়ারম্যান মো: মোফাজ্জাল হোসেন ভ‚ঞা ও উপজেলা চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন ভ‚ঞা দুলাল। সভাপতির বক্তব্যে ইউ.এন.ও বলেন, সরকারের চলমান কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করাই আমাদের প্রথম লক্ষ্য।

তিনি বলেন, আপনাদের সকলের মতামতকে প্রাধান্য দিয়েই কেন্দুয়াকে নতুন করে সাজাতে চাই। এজন্য সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহবান জানান। ইউ.এন.ও আসন্ন নির্বাচনে সকলকে সংকির্ণতার উর্ধ্বে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জনান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন ভূঞা বলেন, গত ৫ নভেম্বর নবাগত ইউ.এন.ও কেন্দুয়ায় যোগদান করেছেন। আমি মনে করি সেদিন থেকেই তিনি নিজেকে কেন্দুয়ার সন্তান হিসেবে দাবী করে আগামী দিনের উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবেন।

(এসবি/এসপি/নভেম্বর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test