E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুয়াডাঙ্গায় কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত 

২০১৮ নভেম্বর ০৮ ২২:৩২:০৩
চুয়াডাঙ্গায় কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত 

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ মাদকব্যবসায়ী পাপ্পু হোসেন (৩০) নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার উজলপুর মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 

নিহত পাপ্পু হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের বজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে উজলপুর এলাকায় পুলিশ নিয়মিত টহল দিচ্ছিলো। এমন সময় টহল পুলিশের উপর গুলি চালায় একদল মাদকব্যবসায়ী। পুলিশও পাল্টা গুলি চালায়। বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর পর একপর্যায়ে পিছু হটতে থাকে মাদকব্যবসায়ীরা। এসময় বাকীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয় পাপ্পু। পরে গুলিবিদ্ধ অবস্থায় পাপ্পুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড গুলি, চারটি হাতবোমা ও একবস্তা ফেনসিডিলি উদ্ধার করা হয়েছে। নিহত পাপ্পুর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় মাদক ও অস্ত্রসহ ছয়টি মামলা রয়েছে।

(টিটি/এসপি/নভেম্বর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test