E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লালপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০১৮ নভেম্বর ০৯ ১৮:০৪:৪৮
লালপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মনিহারপুর-রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে আজ শুক্রবার (৯ নভেন্বর) ডাল গবেষনা কেন্দ্র ঈশ্বরদী, পাবনার আয়োজনে ও সোনার বাংলা আর্দশ লাইব্রেরী এবং কৃষি পরামর্শ কেন্দ্র এর সহোযোগিতায় ডাল ফসলের উন্নত জাত ও আধুনিক উৎপাদন প্রযুক্তি বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কৃষক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট গাজিপুর এর প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ওমর আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাল গবেষনা কেন্দ্র ঈশ্বরদীর কীটতত্ত্ব বিদ ও প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ডঃ মোঃ আলতাফ হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম আজম ও বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ সরকার।

এছাড়া উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, অর্থ সম্পাদক ফজলুর রহমান, সোনার বাংলা আর্দশ লাইব্রেরী ও কৃষি পরামর্শ কেন্দ্রের সভাপতি আলী আজগর প্রমুখ।

প্রশিক্ষণে খেসারী, মাসকালাই, মটর, মশুরী ফসলের জাত উন্নয়ন বীজ উৎপাদন ও সংগ্রহ প্রযুক্তি বিস্তার কর্মসূচি প্রকল্পের আওতায় ৪৫জন কৃষক ও ৫জন কৃষানী মোট ৫০ জন অংশগ্রহণ করেন।

(এম/এসপি/নভেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test