E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোনা-৩ : আ.লীগের মনোনয়নপত্র সংগ্রহ মুক্তিযোদ্ধা মানিকের

২০১৮ নভেম্বর ০৯ ২৩:৩২:৪৪
নেত্রকোনা-৩ : আ.লীগের মনোনয়নপত্র সংগ্রহ মুক্তিযোদ্ধা মানিকের

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : একাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফছিল ঘোষনার পর সকল মহলে নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনা বাড়তে থাকে। কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় তাৎক্ষনিক আনন্দ মিছিল বের করে।

এদিকে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডীর রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়ন প্রত্যাশীরা দলীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন।

শুক্রবার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকার আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী, ঢাকা বারের সাবেক সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ আইনজীবী কল্যান সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো: সাইদুর রহমান মানিকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন, বৃহত্তর ময়মনসিংহ আইনজীবী কল্যান পরিষদের সহ-দপ্তর সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট মো: শাহরীয়ার কবীর মোশারফ ও গন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সুমন।

পরে মনোনয়নপত্র হাতে পেয়ে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে সাইদুর রহমান মানিক বলেন, বঙ্গবন্ধু আমার আদর্শ, শেখ হাসিনা আমার নেত্রী এবং নৌকা আমার প্রতীক। আগামী ২৩ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।

এসময় মানিক দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এই নৌকা প্রতীক স্বাধীনতার প্রতীক, এই নৌকা প্রতীক বঙ্গবন্ধুর প্রতীক, এই নৌকা প্রতীক মুক্তিযুদ্ধের, দেশের উন্নয়নের সর্বোপুরি দেশের জনগণের কল্যানের প্রতীক। সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই নৌকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করার মধ্য দিয়েই আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিশ্ব মানবতার জননী দেশ রত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে অধিষ্টিত করতে হবে। মনে রাখবেন যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, ততদিন দেশের উন্নয়ন ও অগ্রগতি হয়ে নিরাপদে থাকবে বাংলাদেশ। মনোনয়নপত্র হাতে নিয়ে তিনি হাসিমুখে দলীয় প্রধান শেখ হাসিনা সহ কেন্দুয়া আটপাড়া নির্বাচনী এলাকার সকলকে তিনি শুভেচ্ছা জানান।

(এসবি/এসপি/নভেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test