E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শ্রীপুরে বিএনপির অর্ধশত নেতা-কর্মীর আ.লীগে যোগদান

২০১৮ নভেম্বর ১০ ১৫:১৬:১৯
শ্রীপুরে বিএনপির অর্ধশত নেতা-কর্মীর আ.লীগে যোগদান

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার হরিন্দী গ্রামের বিএনপি নেতা ও ২নং ওয়ার্ড বিএনপি,র সহ-সভাপতি আব্দুল বারিক বিশ্বাস ও উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুর রব বিশ্বাসের নেতৃত্বে অর্ধশত নেতা-কর্মী  গত শুক্রবার সন্ধ্যায় হরিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করেছেন । 

বিএনপি নেতা আব্দুল কাদের বিশ্বাস ও ছাত্রদল নেতা আব্দুর রব বিশ্বাস জানান,তাদের পরিবারে ও সামাজিক দলের প্রায় অর্ধশত লোক দীর্ঘদিন ধরে বিএনপি দলের সদস্য এবং সমর্থক হয়ে কাজ করে আসছিলেন ।

বিএনপি দল করে তাঁরা দলের পক্ষ থেকে তেমন কোন উপকার পাননি বরং বিএনপি’র লোকেরা তাদের শুধু ব্যবহারই করেছে মাত্র । এছাড়াও একই গ্রামের জনৈক প্রভাবশালী এক বিএনপি নেতার অত্যাচারে একাধীকবার তাদের পরিবারের ও সামাজিক দলের লোকজন নির্যাতিতও হয়েছেন। এ নির্যাতনের কবল থেকে রক্ষা পেতে ও আওয়ামীলীগ সরকারের উন্নয়নে মুগ্ধ হয়ে এবং আওয়ামীলীগ দলের আদর্শে অনুপ্রাণীত হয়ে বিএনপি দল ত্যাগ করে তাঁরা আওয়ামীলীগে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে আওয়ামীলীগের নেতা-কর্মীরা সদ্য যোগদানকৃত বারিক বিশ্বাস ও আব্দুর রবসহ অন্যান্য লোকজনদের গলায় ফুলের মালা অর্পণ করে নিজ দলে গ্রহন করে নেন ।

শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ । অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান ।

এসময় কিশোর কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বদিয়ার রহমান মন্ডল,যুবলীগ নেতা বাবুল রেজা, প্রবীন আ’লীগ নেতা হিমাংশু শেখর রায়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস,বীরমুক্তিযোদ্ধা মিঞা শাহাদাত হোসেন ও বীরমুক্তিযোদ্ধা মিয়া নজরুল ইসলাম প্রমুখ ।

(ডিসি/এসপি/নভেম্বর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test