E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহ-১ : আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুয়েল আরেং

২০১৮ নভেম্বর ১০ ১৭:২৮:১১
ময়মনসিংহ-১ : আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুয়েল আরেং

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহ-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে অংশ গ্রহন করতে  বাংলাদেশ আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ময়মনসিংহ-১(হালুয়াঘাট-ধোবাউড়া)আসনের দশম সংসদের নির্বাচিত সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য জুয়েল আরেং।

কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজের হাত থেকে উৎসব মূখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ১০ নভেম্বার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এরপর জুয়েল আরেং এক ক্ষুদে বার্তায় ময়মনসিংহ -১ (হালুয়াঘাট-ধোবাউড়া) নিবাচনী এলাকার ভোটারদের কাছে দোয়া এবং সহযোগীতা কামনা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, হালুয়াঘাট পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোরর্শেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক, আওলাদ হোসেন, বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান, যুবলীগের আহবায়ক মোঃ নাজিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সম্রাট ঘোষ,নড়াইল ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, গিয়াস উদ্দিনসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদানের মাধ্যমে সরাসরি সক্রিয় রাজনীতিতে অংশ গ্রহণ করেন প্রয়াত সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি। ১৯৯১, ২০০১, ২০০৮ সালে হালুয়াঘাট থেকে এবং ২০১৪ সালে হালুয়াঘাট- ধোবাউড়া থেকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। প্রয়াত সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি আওয়ামীলীগ সরকারের প্রথমে সংস্কৃতি প্রতিমন্ত্রী পরবর্তীত্বে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০১৬ সনের ১১ মে রোজ বুধবার ভোররাতে ভারতের মোম্বাইয়স্থ হলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে প্রমোদ মানকিন তার স্ত্রী মমতা আরেং , ৫ কন্যা ও একমাত্র পুত্র সন্তান জুয়েল আরেংকে রেখে যান। প্রয়াত সমাজকল্যান মন্ত্রীর মৃত্যুতে ময়মনসিংহ-১ আসনটি শূন্য হয়।

পিতার যোগ্য উত্তরস্বরী হিসেবে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া-১৪৬) সংসদীয় আসনের উপ-নির্বাচন গত ২০১৬ সনের ১৮ জুলাই উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে সাংসদ জুয়েল আরেং নৌকা প্রতীক নিয়ে উপ-নির্বাচনে অংশ গ্রহণ করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়। উপনির্বাচনে উভয় উপজেলায় ১৩৩ টি ভোট কেন্দ্রের মধ্য নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৭০ হাজার ২ শত ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়।

প্রায় দুই বছর বাংলাদেশ সরকারের সর্বকনিষ্ঠ্য সাংসদ হিসেবে সরকারের গুরুদ্বায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হয়ে পিতার আর্দশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে মানুষের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন। সাম্প্রদায়িক সম্প্রিতির বন্ধনে আবদ করে রেখেছেন আপমর জনসাধারণকে।

(জেসিজি/এসপি/নভেম্বর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test