E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে বর্তমান ও সাবেক এমপি-মন্ত্রী মিলে ৩৭ জনের মনোনয়ন সংগ্রহ

২০১৮ নভেম্বর ১১ ১৫:১২:৪৬
জামালপুরে বর্তমান ও সাবেক এমপি-মন্ত্রী মিলে ৩৭ জনের মনোনয়ন সংগ্রহ

জামালপুর প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়ন নিয়ে জামালপুরে ক্ষমতাসীন আওয়ামীলীগের রাজনীতি সরগরম হয়ে উঠেছে। জামালপুরের ৫টি আসনের ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থী ও প্রার্থীর কর্মী সমর্থকরা এখন ঢাকায়। প্রার্থীর পক্ষে দল বেঁধে শোডাউন করে আওয়ামীলীগের ধানমন্ডির নির্বাচনী কার্যালয়ে মনোনয়ন সংগ্রহ করতে যাচ্ছেন। কার চেয়ে কে বেশী লোক নিয়ে মনোনয়ন কিনতে যাবেন এই নিয়ে চলছে প্রতিযোগীতা। সেই সাথে তাল মিলিয়ে চলছে লবিং গ্রুপিং।

ইতোমধ্যে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকসীগঞ্জ) আসনে দলীয় মনোয়নপত্র কিনেছেন সাবেক তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও একই উপজেলা সভাপতি ইশতিয়াক হোসেন দিদার, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য সম্পাদক আবুল কালাম আজাদ মেডিসিন,আওয়ামীলীগ নেতা এম জামান, ডাঃ মনিরুজ্জামান ও ডাঃ মোকছেদুর রহমান, বকসীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহিনা বেগম।

জামালপুর-২ ইসলামপুর আসনে মনোনয়ন কিনেছেন বর্তমান সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হক জিয়া, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মঞ্জুর মোর্শেদ হ্যাপী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও বিমান বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলী মন্ডল ও জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে সাবেক সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ,ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফজলুল হক, জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, আমেরিকা প্রবাসী আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ আজাদ তারা ও আনিছুর রহমান এলিন ও মহাদান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজমত আলী ।

জামালপুর-৫ (সদর) আসনে সাবেক ভুমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনু, প্রবীন আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট জাহিদ আনোয়ার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী মোজাফফর হোসেন, শহর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল মান্নান ও জাপান আওয়ামীলীগ সভাপতি জুলফিকার আলী জুয়েল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন সংগ্রহকারী ৩৭ জনের সংখ্যা আরো বাড়তে পারে।

প্রার্থীরা যার যার কানেকশনে মনোনয়ন পেতে দলের মনোনয়ন বোর্ডের নীতি নির্ধারকদের কাছে করছেন জোর লবিং। টিকিট পেতে শেষ মুহুর্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। কে কে পাবেন নৌকার টিকিট অপেক্ষায় জেলার ৫টি আসনের নেতাকর্মীরা।

(আরআর/এসপি/নভেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test