E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আ.লীগের মনোনয়ন কিনলেন হুমায়ূন আহমেদের শ্বশুর

২০১৮ নভেম্বর ১১ ১৬:৩৭:১৬
আ.লীগের মনোনয়ন কিনলেন হুমায়ূন আহমেদের শ্বশুর

জামালপুর প্রতিনিধি : আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের শ্বশুর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী। তিনি শনিবার ঢাকার ধানমন্ডিতে আওয়ামীলীগ সভাপতির কার্যালয় হতে জামালপুর-৫ (সদর) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বাড়ি জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মীরাপুর গ্রামে।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন। ঋণ খেলাপির দায়ে পরে তা বাতিল হয়ে যায়। আওয়ামীলীগ সরকার গঠন করলে তাঁর স্ত্রী বেগম তহুরা আলী সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। এবার তিনি দলীয় প্রার্থীতা অর্জনের জন্য দৌড়ঝাঁপ করছেন বেশ জোরেশোরেই।

কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত লবিং করছেন। তাঁর নিজ এলাকায় রয়েছে ভোটব্যাংকও। পারিবারিক ঐতিহ্য, সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডলে বিশেষ ভূমিকা রাখায় জামালপুরে তিনি সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত।

সম্ভাবনার দিক থেকে তাঁর প্রার্থিতাও আশানুরূপ বলে জানিয়েছেন বিভিন্ন মহল। জামালপুর-৫ (সদর) আসনে তিনিসহ ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

(আরআর/এসপি/নভেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test