E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজার-৩

বিএনপির মনোনয়ন সংগ্রহ করলেন চার প্রার্থী-আ.লীগের আট

২০১৮ নভেম্বর ১৩ ১৫:২৮:০০
বিএনপির মনোনয়ন সংগ্রহ করলেন চার প্রার্থী-আ.লীগের আট

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজপথে আন্দোলনের অংশ হিসেবে শেষ পর্যন্ত মাঠের প্রধান বিরোধীদল বিএনপি নেতৃত্বাধিন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়ার ঘোষনায় পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। আপাদত দৃষ্টে দেশের রাজনৈতিক অঙ্গনে যে অনিশ্চয়তা ছিল তা অন্তত কিছুটা নিবারণ হবে, দূর হবে রাজনীতির আকাশে কালো মেঘের আভা। এরই মধ্যে মৌলভীবাজার-৩ আসনে নির্বাচনী লড়াইয়ে মাঠে নামতে জেলা বিএনপির চার শীর্ষ নেতা মনোনয়ন সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। 

এরা হলেন, সাবেক সাংসদ ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজান, কেন্দ্রীয় বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ বেগম খালেদা রব্বানী ও জেলা বিএনপির সহ-সভাপতি এবং সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন। তবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও এখনো বিএনপির এই চার প্রার্থীর কেউ-ই ফরম জমা দেননি।

এদিকে একই আসনে এরই মধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামীলীগের বর্তমান সাংসদ ও প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর সহধর্মীনী সৈয়দা সায়রা মহসীন এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমেদসহ দলটির আটজন প্রার্র্থী। এরা হলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার চেম্বারের সভাপতি কামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য এবং সাবেক ভিপি আব্দুল মালিক তরফদার সোয়েব, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়াস্থ, সাবেক বৃটিশ কাউন্সিলার এমএ রহিম সিআইপি, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, প্রয়াত মন্ত্রী সৈয়দ মহসীন আলীর ভাই সৈয়দ লিয়াকত আলী। এরই মধ্যে আওয়ামীলীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন এসব প্রার্থীরা। সব মিলিয়ে মৌলভীবাজার সদর-৩ আসনে প্রধান দুই রাজনৈতিক দলের মোট ১২জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী। তবে শেষ পর্যন্ত দলীয় চুরান্ত টিকিট কার ভাগ্যে জুটবে তা জানতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে এসব মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের।

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর গত ৯ নভেম্বর শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি। এসময় মনোয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয় গত সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগে এই তারিখ ২৩ ডিসেম্বর থাকলেও সোমবার দুপুরে তারিখ পরিবর্তন করে পুন:তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নতুন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর। আগের তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৯ নভেম্বর, বাছাইয়ের দিন ছিল ২২ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৯ নভেম্বর।

২৯ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের পর ৩০ নভেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার কথা ছিল ওই তফসিলে।

(একে/এসপি/নভেম্বর ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test