E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জেলে ছিলেন ৩৭ দিন, পেলেন পুরো মাসের বেতন!

২০১৮ নভেম্বর ১৩ ১৫:৫২:৩২
জেলে ছিলেন ৩৭ দিন, পেলেন পুরো মাসের বেতন!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নেছারুদ্দিন ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ আব্দুল কাইয়ুম ৩৭ দিন জেল হাজতে থাকলেও তাকে সাময়িক বরখাস্ত না করে পুরো সময়ের বেতনভাতা দেয়া হয়েছে। এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানাগেছে, খেপুপাড়া নেছারুদ্দিন ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ আব্দুল কাইয়ুম জামায়াতে ইসলামী রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগে গত ৮ সেপ্টেম্বর পুলিশ তাকে গ্রেফতার করে জেলা হাজতে পাঠায় এবং হাইকোর্ট থেকে জামিন নিয়ে ১৫ অক্টোবর জেল থেকে বের হন। পরদিন ১৬ অক্টোবর তিনি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সাথে তার পুরো মাসের বিল তৈরী করে তা অনুমোদনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি) দপ্তরে পাঠালে তিনি তা অনুমোদন দেন এবং পরদিন স্থানীয় ব্যাংক থেকে বেতন-ভাতা উত্তোলন করেণ।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা জনৈক কলিম উল্লাহ পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষের জেল হাজতে থাকার বিষয়টি উল্লেখ করা হয়।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ আব্দুল কাইয়ুম ৩৭ দিন জেলা হাজতে থাকার সত্যতা স্বীকার করে বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আমাকে বেতনের টাকা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন। তাই গত ৪ নভেম্বর ব্যাংকে ২৪ হাজার পাঁচশ টাকা জমা দিয়েছেন। বাকি টাকা এ মাসে জমা দিয়ে দিবেন।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরুল হাফিজ সাংবাদিকদের বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, তবে তার আগেই বেতন-ভাতায় স্বাক্ষর করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি জানার পর অধ্যক্ষেকে তার গৃহিত বেতনভাতা ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগটির সত্যতা নিরুপনের জন্য কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মতিউল ইসলাম সাংবাদিকদের বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কে নির্দেশ দেয়া হয়েছে।

(এমকেআর/এসপি/নভেম্বর ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test