E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চরম ভোগান্তিতে রোগীরা

ডাক্তার ছাড়াই চলছে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স!

২০১৮ নভেম্বর ১৪ ১৫:২১:১৭
ডাক্তার ছাড়াই চলছে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স!

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সুবর্ণচর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ডাক্তার ও ৪র্থ শ্রেণীর কর্মচারী সহ প্রায় সব পদেই খালি! জোড়া তালি দিয়ে চলছে হাসপাতালটির চিকিৎসা সেবা। চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা। ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভুক্তভোগী।

শাসনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকা জনপদের নাম সুবর্ণচর। উপজেলাটি ৮টি ইউনিয়নে ৭২টি ওয়ার্ড নিয়ে গঠিত জনসংখ্যা প্রায় ৪ লাখ।

এ অঞ্চলের প্রায় ৭০ ভাগ মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করে ।যাদের নুন আনতে পানতা পুরাই তাদের নিজেদের স্বাস্থ্য নিয়ে ভাবা অনেক দূরহ ব্যাপার। নিম্ন আয়ের এ মানুষ গুলোর জন্য ভাবতে চায় না কেউ। এত বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা আজ উপেক্ষিত।

এখানে এমন পরিবার রয়েছে যাদের হাসপাতাল পৌঁছবার সামর্থ্য নেই তারা প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন হাতুরে চিকিৎসকের হাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা ডাক্তার হাসিনা জাহান নানা সমস্যর কথা স্বীকার করে বলেন, নতুন ভবনসহ ৫০ শয্যা রয়েছে এ হাসাতালে। নতুন ভবনটিতে কার্যক্রম চালু হলেও জুনিয়র কনসালটেন্ট, ডাক্তার ও ৪র্থ শ্রেনীর কর্মচারী পদ শূন্য থাকায় চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে । হাসপাতালে ২৬জন চিকিৎসকের মধ্যে ৮জন চিকিৎসক রয়েছে বাকি ১৮টি পদ শূন্য । এক্সরে মেশিন বিকল, আল্ট্রাসোনোগ্রাপি মেশিন মেরামত করার জন্য ঢাকায় নেয়া হয়েছে, ইসিজি মেশিন নেই, অপরেশন থিয়েটার চালানোর কোন সরঞ্জাম নেই, ডেন্টাল ইউনিক, পাম্প, সরকারি জেনারেটর নাই। এ্যম্বুলেন্স প্রায় বিকল হয়ে যায়।

এছাড়াও উপজেলার ৮ টি ইউনিয়নে ২২টি কমিউনিটি ক্লিনিক ও সিসিবি ১৮জন আছে , একটি সাব সেন্টার এর মাধ্যমে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার এত বিশাল জনগোষ্টির সাস্থ্য সেবায় নিয়োজিত সরকারী একমাত্র হাসপাতালটির বাস্তবতা বড়ই নাজুক। হাসপাতালে ডাক্তার কম থাকায় রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। সুইপার না থাকায় যেখানে সেখানে ময়লা আর্বজনা, রোগীদের বিচানাপত্র রয়েছে নোংরা। বৈদ্যুতিক পাখাগুলো বেশির ভাগ বিকল!

স্থানীরা জানান, প:প: কর্মকর্তা ডাক্তার হাসিনা জাহান এই হাসপাতালে আসার পর চিকিৎসাসেবা কিছুটা আলোর মুখ দেখছে, অনেক অনিয়ম থেকে রক্ষা পেয়েছে হাসপাতালটি কিন্ত প্রর্যাপ্ত ডাক্তার সহ ৪র্থ শ্রেণীর কর্মচারী না থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে হতদরিদ্র মানুষ, ডাক্তার হাসিনা জাহান তার নিজ অর্থে ২জন সুইপার রেখেছেন তাদের দিয়েই কোন মতে পরিচন্নতার কাজ চালিয়ে নিচ্ছেন।

শূন্য পদ গুলো হল-আবাসিক মেডিকেল অফিসার ১জন, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ১জন, জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া) ১জন, জুনিয়র কনসালটেন্ট (চক্ষু) ১জন, জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ১জন, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ১জন, জুনিয়র কনসালটেন্ট (চর্মও যৌন) ১জন, এ্যানেসথেসিস্ট ১জন, ইএমও ১জন, এম ও ভেষজ ১জন, মেডিকেল অফিসার ১জন, ইউএসসি চরবাটা ১জন, সহকারী সার্জন চরবাটা ১জন, সহকারী সার্জন চরক্লার্ক ১জন, চর ওয়াপদা ১জন, সহকারী সার্জন চরজুবিলি ১জন, চরআমান উল্যাহ ১জন , সুইপার পদের ৫টির মধ্যে নিয়োগ আছে ১ জন, আয়া ২জন পদই শূন্য, বয় ৩জন পদ কর্মরত আছেন ২জন ১টি পদ খালী, এমএলএসএস ২টি পদই শূন্য, স্বাস্থ্য সহকারি ২৬ জনের মধ্যে ১৬জন আছে ১০ জন পদ শূন্য, এক্সরে টেকনিশিয়ান পদ শূন্য, অফিস স্টাফ প্রধান সহকারি পদ শূন্য, পরিসংখ্যানবিদ ১জন পদ শূন্য, অফিস সহকারি কাম কম্পিউিটার আপারেটর ২টি পদ শূন্য এই পদ গুলো দির্ঘদিন খালি পড়ে রয়েছে। এলাকাবাসীর দাবী অতিসত্তর শূন্য পদে লোকবল নিয়োগ দিলেই ভালো চিকিৎসাসেবা পাবে এ অঞ্চলের লাখো মানুষ, তাই তারা স্বাস্থ মন্ত্রণালয় এবং নোয়াখালী সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করছেন ।

জেলা সিভিল সার্জন ডাঃ বিধান চন্দ্র সেনগুপ্ত বলেন, সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নতুন ভবনে কার্যক্রম চালু হয়েছে চিকিৎসক এর শূন্য পদ সমূহ পুরণ করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। হাসপতালের ও অন্যান্য পদ পুরণ করার প্রক্রিয়া চলছে। হাসপাতালের যন্ত্রপাতির ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রনালয়কে অবহিত করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

(আইইউএস/এসপি/নভেম্বর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test