E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে মানবাধিকার এবং নারী অধিকার শীর্ষক কর্মশালা

২০১৮ নভেম্বর ১৫ ১৭:৩০:৩৬
সাপাহারে মানবাধিকার এবং নারী অধিকার শীর্ষক কর্মশালা

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁর সাপাহারে ইউনিয়ন পর্যায়ে মানববাধিকার এবং নারী অধিকার শীর্ষক সুরক্ষায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার আইহাই ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদ ও ডাসকো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ইউরোপিয়ন আর্থিক এবং নেটস্ বাংলাদেশের কারিগরি সহযোগীতায় কর্মশালায় সভাপতিত্বে করেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান। বক্তব্য রাখেন, আশড়ন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, মধইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবাদুর রহমান, সমাজসেবক আশরাফুল ইসলাম, এসসিএসপিপিডাবøুআর প্রকল্পের সমন্বয়কারী মদন দাস, ফিল্ড অফিসার ভানু রাণী রায় প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠিতকরণ, নারী অধিকার সুরক্ষা ও উন্নয়ন এবং নারী নির্যাতন ও সহিংসতা বন্ধ করতে হবে।

এ সময় সেখানে ইউপির সকল সদস্য, ইউনিয়ন পর্যায়ে মানববাধিকার নাগরিক সমাজ সংগঠন এবং ইউনিয়ন নাগরিক জোটের সকল সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম সহ গণমাণ্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

(বিএম/এসপি/নভেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test