E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনের ৫৪ বনদস্যুর জামিনে মুক্তি

২০১৮ নভেম্বর ১৫ ২২:৫৮:৫৫
সুন্দরবনের ৫৪ বনদস্যুর জামিনে মুক্তি

শেখ আসানুল করিম, বাগেরহাট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুন্দরবনকে বনদস্যু মুক্ত ঘোষণার দিনে সর্বশেষ আত্মসমর্পনকৃত ৬টি বনদস্যু বাহিনীর ৫৪ জন সদস্যের জামিনে মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট জেলা কারগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন এসব বনদস্যুরা । এর আগে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন। তবে অন্য মামলা থাকায় এই ৬টি বাহিনীর ৭ জন সদস্যের জামিন না হওয়ায় তারা কারাগার থেকে বের হতে পারেননি। এই ৬টি বাহিনীর মধ্যে ২টি বনদস্যু বাহিনীর সদস্যরা বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের প্রচেষ্টায় আত্মসমর্পন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ নভেম্বর গনভবন থেকে ভিডিওকনফারেন্সের মাধ্যমে বাগেরহাট শেখ হেলালউদ্দিন স্টেডিয়ামে আত্মসমর্পন অনুষ্ঠানে যুক্ত হয়ে সুন্দরবনকে বনদস্যু মুক্ত ঘোষনা করেন। সুন্দরবন বনদস্যু মুক্ত হবার ঘোষনা অনুষ্ঠানে সুন্দরবনের সর্বশেষ ৬টি বাহিনী প্রধানসহ ৫৪ জন বনদস্যু ৫৮টি আগ্নেয়াস্ত্র ও ৩ হাজর ৩৫১ রাউন্ড গোলাবারুদ স্বরাষ্ট্রন্ত্রীর হাতে তুলে দেয়।

এসময়ে আত্মসমর্পণকৃত বনদস্যু বাহিনীগুলো হলো, সত্তার বাহিনীর প্রধান মো. আ. সাত্তার মল্লিকসহ তার বহিনীর ১২ জন, শরিফ বাহিনী প্রধান মো. করিম শরীফসহ ১৭ জন, সিদ্দিক বাহিনীর প্রধান মো. মনিরুজ্জামান মুকুলসহ ৭জন, আল-আমিন বাহিনীর প্রধান মো. আল-আমিনসহ ৫ জন, আনারুল বাহিনর প্রধান মো. আনোয়ারুল ইসলাম গাজীসহ ৮ জন ও তৈয়ব বাহিনীর প্রধান তৈয়বুর মোড়লসহ ৫ জন।

এর আগে বিভিন্ন সময় সুন্দরবনের ২৬টি বাহিনীর ২‘শ ৭৪ জনসদস্য আত্মসমর্পন করেন। আত্মসমর্পনের সময় ওইসব বাহিনীর সদস্যরা ৪‘শ ৪টি অস্ত্র ও ১৯ হাজার ১‘শ ৫৩টি গোলাবারুদ জমা দেয়।

(এসএকে/এসপি/নভেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test