E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোনা-৩ 

নৌকা মানিক ভাই পাইলেই আমরা করব জয়, দাবি তরুণ সমাজের 

২০১৮ নভেম্বর ১৫ ২৩:৫৫:১৮
নৌকা মানিক ভাই পাইলেই আমরা করব জয়, দাবি তরুণ সমাজের 

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনা-৩ আসনে কার ললাটে পড়বে তিলক তা জানেন একমাত্র বিশ্ববিধাতা, আরেক জানেন বঙ্গবন্ধু কন্যা মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনকে নিয়ে ততই সব শ্রেণি পেশার মানুষ মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে করছেন নানা রকম বিশ্লেষন ও মূল্যায়ন। নির্বাচনী এলাকার তরুণ সমাজের প্রাণের দাবী মানিক ভাইয়ের মতন হাসি খুশি মানুষের এমপি হওনের দরকার। তাদের বিশ্বাস এইবার নৌকামার্কা বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন শেখ হাসিনা মানিক ভাইয়ের হাতেই দিবেন।

তারা বিভিন্ন যুক্তি তুলে ধরে বলেন, মানিক ভাই বয়সের দিক থেকে ৬০ বছরের বেশি হলেও মনের দিক থেকে তিনি একেবারেই নবীন। এই নবীন প্রবীনের সমন্বয়ে একটা দেশ ও জাতির মুক্তি আনতে পারে। স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় তরুণ সংঘের একটি শ্লোগান আছে বৃদ্ধের যুক্তি, যুবকের শক্তি এ দুইয়ের মিলনে দেশের মুক্তি। কেন্দুয়া আটপাড়া উপজেলার শত শত তরুণ সমাজের প্রাণেরদাবী মুক্তিযোদ্ধা মানিক ভাই নৌকা পেলেই আমরা করব জয়।

তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী এডভোকেট মো: সাইদুর রহমান মানিক যেমন প্রাণ খুলে কথা বলেন বৃদ্ধ মাঝারি বয়সী লোকদের সঙ্গে, তেমনি প্রাণে প্রাণে মিশেন যুব ও তরুণ সমাজের সঙ্গে। তার কাছে ধনী গরিব জাত ভেদের কোন বিচার নেই। অসাম্প্রদায়িক সদা হাসি খুশি একজন মানুষ মুক্তিযোদ্ধা মানিক ভাই স্বাধীনতার প্রতীক নৌকা পাবেন এবং শেখ হাসিনাই সর্বজন গ্রহণযোগ্য নিরহংকার প্রার্থী সাংস্কৃতিক ব্যক্তি সাইদুর রহমান মানিকের হাতে নৌকা তুলে দেবেন ।

এ দাাব করেছেন কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা সহ আটপাড়া উপজেলার ৭ টি ইউনিয়নের শত শত যুব সমাজ। এদের মধ্য থেকে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের নিজু, সরমুষিয়া ইউনিয়নের শফিউজ্জামান সোনালী, দোওজ ইউনিয়নের আব্দুল মান্নান, তেলিগাতী ইউনিয়নের জাহাঙ্গীর, বানিয়াজান ইউনিয়নের নয়ন, সুনুই ইউনিয়নের কামাল, লুনেশ্বর ইউনিয়নের আব্দুল আলীম।

এছাড়া কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রবিন, গড়াডোবা ইউনিয়নের মামুন, গন্ডা ইউনিয়নের জহিরুল ইসলাম সুমন, সান্দিকোন ইউনিয়নের মনিরুজ্জামান তরুণ, সোহেল মিয়া, রুস্তম আলী, জুলহাস, মান্নান, মাসকা ইউনিয়নের মোমেন রাণা খান পাঠান, কান্দিউড়া ইউনিয়নের মানিকুজ্জামান মানিক, চিরাং ইউনিয়নের উৎপল বিশ্বাস জয়, বলাইশিমুল ইউনিয়নের হাবিবুর রহমান ও উজ্জল সরকার, নওপাড়া ইউনিয়নের শাহরিয়ার কবীর, পাইকুড়া ইউনিয়নের বাদল খন্দকার, রোয়াইলবাড়ী ইউনিয়নের রফিকুল ইসলাম, মোজাফরপুর ইউনিয়নের স্বপন দাস, আশুজিয়া ইউনিয়নের রবিন ও কেন্দুয়া পৌরসভার সাব্বির আহমেদ খান।

এই তরুণ সমাজের নেতৃত্বদানকারী এই নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট তাদের প্রাণের দাবি তুলে ধরে বলেন, তৃণমূলের হাজার হাজার তরুণ সমাজের মুখে মুখে আজ একটি নাম উচ্চারিত হচ্ছে সেটি হলো মো: সাইদুর রহমান মানিক। তিনি নৌকা প্রতীক পেলে নবীন প্রবীন যুব তরুণ নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে নৌকার গণজোয়ার তুলেছেন। তারা এক কথায় বলেন, নৌকা মার্কা মানিক ভাই পেলেই আমরা করব জয়।

(এসবি/এসপি/নভেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test