E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নান্দাইল শহীদ দিবস পালিত

২০১৮ নভেম্বর ১৭ ১৭:৪১:৩৮
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নান্দাইল শহীদ দিবস পালিত

নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ‘নান্দাইল শহীদ দিবস’ পালন করা হয়। দিনটি পালন উপলক্ষে প্রথমেই মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে ‘নান্দাইল শহীদ দিবস ও প্রজন্মের ভাবনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়।              

শনিবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে নান্দাইল সামাজিক উদ্যোগ (নাসাউ)’র আয়োজনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ও অধ্যাপক অরবিন্দ পাল অখিল।

সাংবাদিক ও লেখক আজিজুর রহমান ভূঁঞা বাবুল এর সঞ্চালনায় ‘নান্দাইল শহীদ দিবস’র প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী আব্দুস সালাম ভূঁইয়া (বীর প্রতীক) সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তোল হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল কাইয়ুম ভ‚ইয়া, মুক্তিযোদ্ধা জমির উদ্দিন, মুক্তিযোদ্ধা রুহুল আমীন, মুক্তিযোদ্ধা ডা. আবুল কালাম, সাংবাদিক ও আ্যড. হাবিবুর রহমান ফকির, মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক রবিউল আলম ফরাজী, নান্দাইলে মুক্তিযুদ্ধে শহীদ ছুবেদ আলীর সন্তান মোঃ আব্দুল কদ্দুছ, মুক্তিযোদ্ধার সন্তান শাহ আলম, শাহ মাহমুদুল হক সৌরভ, আহসান কাদের মাহমুদ,খায়রুল ইসলাম মুন্না প্রমুখ।

আলোচনা সভায় নান্দাইলের বিভিন্ন এলাকা থেকে আগত মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রেসক্লাব নান্দাইলের সাবেক সভাপতি হান্নান মাহমুদ, প্রেসক্লাব নান্দাইলের সাধারণ সম্পাদক শামছ- ই- তাবরীজ রায়হান, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ খৃস্টাব্দের ১৭ নভেম্বর রক্তঝরা এই উত্তাল দিনগুলোতে মুক্তিযোদ্ধারা নান্দাইল থানাকে শত্রুমুক্ত করার শপথ নিয়ে প্রায় তিন মাস আগে থেকে বিভিন্ন কোম্পানী কমান্ডাররগণ একাধিকবার একত্রিত হয়ে প্রস্তুতি নিতে থাকে। ৭১ এর ১৭ নভেম্বর শব-ই-ক্বদরের রাতে মুক্তিযোদ্ধারা নান্দাইল থানা দখল নিতে প্রায় সাড়ে চার ঘণ্টা করেও হানাদারদের ভারী অস্ত্রের সামনে টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হয়। এ সময় মুক্তিযোদ্ধা ইলিয়াস উদ্দিন ও শামছুল হক শহীদ হন। পরে হানাদাররা তৎকালীন থানা আওয়ামীলীগ সভাপতি শাহনেওয়াজ ভূঁইয়া, ছুবেদ আলী, রইছ উদ্দিন ভূঁইয়া এবং মিয়া চাঁনকে গুলি করে হত্যা করে।

স্বাধীনতার পর থেকে নান্দাইলবাসী শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে ১৭ নভেম্বও ‘নান্দাইল শহীদ দিবস’ হিসেবে পালন করে।

(এপি/এসপি/নভেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test