E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দ্র ৯০, পরীক্ষার্থী ৩৬ হাজার ৮০৫ 

সাতক্ষীরায় রবিবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও সমমানের সমাপনী পরীক্ষা

২০১৮ নভেম্বর ১৭ ১৮:৩৭:৪৮
সাতক্ষীরায় রবিবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও সমমানের সমাপনী পরীক্ষা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সারা দেশের ন্যায় সাতক্ষীরায় রোববার থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা- ২০১৮। পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ করতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে প্রমাসন।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলার ৯০ টি কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৮০৫ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা মোট ৩১ হাজার ৭২৩ জন। এর মধ্যে বালক ১৪ হাজার ৯২৪ জন ও বালিকা ১৬ হাজার ৭৯৯ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার ৮২ জন। এর মধ্যে বালক দু’হাজার ৭৫৫ জন এবং বালিকা দু’ হাজার ৩২৭ জন।

আশাশুনি উপজেলায় ১৪ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার ২৯০ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা চার হাজার ২৮৫। এর মধ্যে বালক এক হাজার ৯৯১ জন এবং বালিকা দু’ হাজার ২৯৪। ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার পাঁচ জন। এর মধ্যে বালক ৫৭১ এবং বালিকা ৪৩৪ জন।

কলারোয়া উপজেলায় ১৩ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা চার হাজার ২২৮ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার ৭১৮ জন। এর মধ্যে বালক এক হাজার ৭৬০ জন এবং বালিকা এক হাজার ৯৮৫ জন। ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৫১০ জন। এর মধ্যে বালক ৩০৩ জন এবং বালিকা ২০৭ জন।

কালিগঞ্জ উপজেলায় ১২ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৯০৮ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা চার হাজার ২৭১ জন। এর মধ্যে বালক দু’হাজার ৪৪ জন এবং বালিকা দু’ হাজার ২২৭ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৬৩৭ জন। এর মধ্যে বালক ৩৪১ জন এবং বালিকা ২৯৬ জন।

তালা উপজেলায় ১২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার ১৬৯ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা চার হাজার ৬৩৩ জন। এর মধ্যে বালক দু’ হাজার ২৫৩ জন এবং বালিকা দু’ হাজার ৩৮০ জন। ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৫৩৬ জন। এর মধ্যে বালক ২৭৪ জন এবং বালিকা ২৬২জন।

দেবহাটা উপজেলায় ৬টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা দু’ হাজার ৭৩ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ৮০৬ জন। এর মধ্যে বালক ৮৩৩ জন এবং বালিকা ৯৭৩ জন। ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ২৬৭ জন। এর মধ্যে বালক ১৩৮ জন এবং বালিকা ১২৯ জন।

শ্যামনগর উপজেলায় ১৪ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছয় হাজার ৯৬৬ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ১৮৫ জন। এর মধ্যে বালক দু’ হাজার ৮৫৮ জন এবং বালিকা তিন হাজার ৩২৭ জন। ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৭৮১ জন। এর মধ্যে বালক ৪০১ জন এবং বালিকা ৩৮০ জন।

সাতক্ষীরা সদর উপজেলায় ১৯টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা আট হাজার ১৭১ জন। প্রাথমিক শিক্ষা সম্পানী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছয় হাজার ৮২৫ জন। এর মধ্যে বালক তিন হাজার ১৮৫ জন এবং বালিকা তিন হাজার ৬৪০জন। ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ৩৪৬ জন। এর মধ্যে বালক ৭২৭ জন এবং বালিকা ৬১৯ জন।

এ বিষয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন বলেন, এ বছর ৯০ টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বারের পরীক্ষা নকল মুক্ত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

(আরকে/এসপি/নভেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test