E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেহেরপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

২০১৪ জুলাই ১৯ ১০:৪২:২৭
মেহেরপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অফিসের কার্যালয়ে পুলিশ প্রশাসন ও মোটর শ্রমিক ইউনিয়ন নেতাদের সমঝোতার মধ্যমে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ গোলাম রসুল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিয়ার রহমান।

মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা জানান, কোনো মোটর শ্রমিক পুলিশের অযথা হয়রানির শিকার হবেন না- এমন আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, পটকা ফোটানোর অপরাধে তিন মোটর শ্রমিককে আটক করে ছেড়ে দেওয়ার পর উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরে এ সমস্যার সমাধান হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাত ৮টার দিকে জেলা শহরের মল্লিকপুকুর পাড়ে পটকা বিস্ফোরণের ঘটনায় তিন মোটর শ্রমিককে আটক করে সদর থানা পুলিশ।


(ওএস/এইচআর/জুলাই ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test