E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মানিক ভাই সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি ও জনপ্রিয়তার শীর্ষে’ 

২০১৮ নভেম্বর ১৯ ১৮:৩১:৫৪
‘মানিক ভাই সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি ও জনপ্রিয়তার শীর্ষে’ 

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি, পাকিস্তানি হানাদার বাহিনীর লোকদের পরাজিত করে আমরা এনেছি লাল সবুজের পতাকা। এবার শেখ হাসিনার নেতৃত্বে আমরা চাই ক্ষুধা দারিদ্রমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে। এই সুন্দর বাংলাদেশ গঠন করতে হলে, দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় নৌকা প্রতীকের জন্য গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিদের আগামী একাদশ নির্বাচনে মনোনয়ন দিতে হবে।

এ অনুরোধ সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে একজন মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট করছি। কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের আশুজিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারি কমান্ডার সিদ্দিকুর রহমান সোমবার কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে বসে খোলামেলাভাবে তার প্রাণের কথাগুলো এভাবেই বলেন।

মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, আমি কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় মুক্তিযোদ্ধা এডভোকেট মো: সাইদুর রহমান মানিকের সঙ্গে অন্তত ৪০টি পথসভায় যোগদান করেছি। তিনি পথসভাগুলোতে শেখ হাসিনার জন্য নৌকায় ভোট চেয়ে একটা গণজাগরণ সৃষ্টি করেছেন। জনগণ তাকে এত ভালবাসে এবং জনগণকেও তিনি একদম কাছের মানুষ হিসেবে বুকে টেনে নেন তা না দেখলে বুঝার উপায় নাই। শুধু মুক্তিযোদ্ধা না কৃষক, শ্রমিক, জেলে, ইমাম, পুরহিত সহ সকল শ্রেণিপেশার মানুষের সঙ্গে তিনি প্রাণে প্রাণে মিশে গেছেন। তিনি সকল মহলের গ্রহণযোগ্য ব্যক্তি ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। গ্রামের সাধারণ মানুষ আগামী নির্বাচনে এই মানিকভাইকেই প্রার্থী হিসেবে দেখতে চায়।

মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, আমাদের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মুক্তিযোদ্ধা সহ সব শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে প্রানের দাবী জানাই তিনি যেন সকলের প্রিয় মুখ ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি মুক্তিযোদ্ধা মানিকের হাতে নৌকা প্রতীক তুলে দেন। মানিক নৌকা পেলেই আমরা নিশ্চিত করে বলতে পারি সকলকে এই নৌকায় তুলে নৌকার বিজয় অবশ্যই অবশ্যই নিশ্চিত করব। যোগ্যতার মাপকাঠিতেও মানিক সবার সেরা। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকালে কিশোরগঞ্জ শহরে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিয়েছেন, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামীলীগের মনোনিত সভাপতি প্রার্থী হিসেবে ঢাকা বারে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়ে বিশাল উন্নয়ন কর্মকান্ড করেছেন। যা ১২৬ বছরের ঢাকা বারের ইতিহাসে নজির স্থাপন করেছেন।

মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, এছাড়াও সাইদুর রহমান মানিক চলচিত্র প্রযোজনা ও পরিচালনা সমিতির সাবেক সাধারন সম্পাদক, ঢাকাস্থ কেন্দুয়া সমিতির সাধারন সম্পাদক সহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করেন। তিনি একজন সফল অভিভাবক। তার কণ্যা অদিতি রহমান দোলা কেন্দুয়ার প্রথম নারী ব্যারিষ্টার। ছেলে রাজা সুমিত রহমান অমিত একজন মিউজিক ডিরেক্টর। স্ত্রী আকলিমা জহির রীতা বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব হিসেবে সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। মানিকের শশুর প্রয়াত রাজা জহুরুল হক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কুষ্টিয়া ভেড়ামারা থেকে নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য। ছোট ভাইদের মধ্যে একজন কলেজের অধ্যাপক এবং অপরজন দলপা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আগামী নির্বাচনকে সামনে রেখে মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সব মুক্তিযোদ্ধাদের পক্ষে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, মানিক নৌকা পেলেই পালে হাওয়া লাগবে। একজন অসাম্প্রদায়ীক ব্যক্তি হিসেবে মানিক যেমন, ইসলামী ধর্ম সভায় গুরুত্বপূর্ণ বয়ান দিতে পারেন, তেমনি হিন্দু সম্প্রদায়ের পূজা পার্বনেও সনাতন ধর্মের উদাহরণ তুলে ধরে কথা বলতে পারেন। চলতি বছর দূর্গা পূজা উপলক্ষে প্রতিটি পূজা মন্ডপে আর্থিক অনুদানের পাশাপাশি পূজা মন্ডপে নিজে উপস্থিত হয়ে সকল হিন্দু সম্প্রদায়ের লোকদের বিরাট আনন্দ দিয়েছেন। অধিকাংশ হিন্দু সমাজের নেতারা আগামী নির্বাচনে মানিককেই প্রার্থি হিসেবে দেখতে চায়। চায় সকল সম্প্রদায়ের মানুষ।

আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষে বলতে চাই মানিকের হাতে নৌকা প্রতীক তুলে দিলে ৭১’র মতো যুদ্ধ জয় করে আমরা বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই নৌকা উপহার দিতে পারব ইনশাল্লাহ। এজন্য আমরা প্রধানমন্ত্রীকে বলছি, নৌকার বিজয়ে একমাত্র মানিকই গ্রহণযোগ্য প্রার্থী। তার হাতেই নৌকা তুলে দিন।

(এসবি/এসপি/নভেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test