E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করলেন ইউএনও

২০১৮ নভেম্বর ২০ ২২:৪৬:৩৮
মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করলেন ইউএনও

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : মহাসড়কে এক মাদ্রাসা শিক্ষক ও বরগুনা জেলা স্কাউটের কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর মিয়া সড়ক দুর্ঘটনার খবর শুনে এগিয়ে এলেন পটুয়াখালীর মির্জাগঞ্জের ইউএনও। 

উপজেলার ঝাটিবুনিয়া মহাসড়কে মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক আহত হওয়ার ঘটনা শুনে মটরসাইকেল যোগে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। গুরুত্বর আহত অবস্থায় মাদ্রাসা শিক্ষককে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জাগঞ্জ উপজেলা স্কাউটের সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান জানান, বরগুনা আলীম মাদ্রাসার শিক্ষক ও বরগুনা জেলা স্কাউটের কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর মিয়া বরিশালের কাজ শেষে মঙ্গলবার ভোররাতে বরগুনার উদ্যোশ্যে নিজ মটরসাইকেল যোগে রওনা হন। পথিমধ্যে মির্জাগঞ্জের ঝাটিবুনিয়া নামক স্থানের নব নির্মিত মহাসড়কে সৃষ্ট একটি গর্তের মধ্যে পড়ে যান।

এ সংবাদ শুনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন স্যার এই শীতের মধ্যে খুব সকালে ঘটনাস্থলে উপস্থিত তাকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। পরে তাঁর উন্নত চিকিসার জন্য বরিশাল ভর্তি করা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত আহত শিক্ষক মোঃ জাহাঙ্গীর মিয়ার জ্ঞান ফিরেনি।

স্থানীয় লোকজন বলেন, উপজেলা নির্বাহী অফিসারের এই মহতি উদ্যোগকে মির্জাগঞ্জের মানুষ স্বরন রাখবেন। কারন এই শীতের মধ্যে এক মাদ্রাসা শিক্ষক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবর শুনে তাকে সকল প্রকারে চিকিৎসার ব্যবস্থা করান এবং নিজেই ওষুধ ক্রয় করে আনেন। মহাসড়কটির মধ্যে সৃষ্ট গর্তটি মেরামতের জন্য উর্ধ্বতন বিভাগের সাথে যোগযোগ করেছেন ইউএনও স্যার। ইতিমধ্যেই স্যার মির্জাগঞ্জ উপজেলাকে একটি পরিস্কার-পরিছন্ন করতে সক্ষম হয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক আহত হওয়ার খবর শুনে ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এটা আমার দ্বায়িত্বের মধ্যে পড়ে।

(ইউজি/এসপি/নভেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test