E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে অবৈধ নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ

২০১৮ নভেম্বর ২০ ২২:৫৮:১২
গৌরীপুরে অবৈধ নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী মঙ্গলবার (২০নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের নির্বাচনী আচরণ বিধি বহির্ভূত অবৈধ প্রচার সামগ্রী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল অপসারণ করা হয়েছে। 

নির্বাচন কমিশন ১৮ নভেম্বরের মধ্যে প্রার্থীদের পক্ষে ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন প্রচারণার বিল বোর্ড অপসারণের নির্দেশ দেয়। কিন্তু ঘোষিত তারিখের মধ্যে নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, তোরণ, প্যান্ডেল অপসারণ না হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের নেতৃতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর নির্বাচনী এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া বাজাসহ বিভিন্ন স্থানের নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল অপসারণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলার সকল নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, গেইট, তোরণ অপসারণ করা হচ্ছে। অনেক স্থানে স্থানীয় নেতৃবৃন্দ আইনের প্রতি সম্মান দেখিয়ে নিজেরাই অপসারণ করেছে। এরপরও যদি কোথাও ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড দেখা যায় তাহলে সেগুলোও খুলে ফেলা হবে।

(এসআইএম/এসপি/নভেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test